ইন্দো-পাক সীমান্তে সম্প্রীতির সুর, ভারতীয় সেনা এবং পাক রেঞ্জার্সরা করলেন মিষ্টি বিনিময়
Last Updated:
#জয়পুর: ইন্দো-পাক সীমান্তে অহরহ চলছে গুলিবর্ষণ ৷ সীমান্তের পরিস্থিতি কার্যত এখন বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে ৷ কিন্তু তার মধ্যেই দেখা মিলল সম্প্রীতির সুর ৷ স্বাধীনতা দিবসের দিন ভারতীয় সেনা এবং পাক রেঞ্জার্সদের মধ্যে হল মিষ্টি বিনিময় আর সেই সঙ্গে চলল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় ৷
প্রসঙ্গত, গতকালই ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস ৷ সেই উপলক্ষ্যে স্বাধীনতা দিবসের দিন আটারি-ওয়াঘা সীমান্তে ভারতীয় সেনাদের মিষ্টির বাক্স দেন পাক রেঞ্জার্সরা ৷ একদিকে চলছিল যেমন মিষ্টির বাক্স বিতরণ ৷ অন্যদিকে, জম্মু-কাশ্মীরে সেনা চৌকি লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাক রেঞ্জার্সরা ৷ এরপর দু’পক্ষেই চলে তুমুল গুলির লড়াই ৷ এই গুলি বিনিময়ের জেরে দুই পাক রেঞ্জার্সকে খতম করে ভারতীয় সেনা ৷ এছাড়াও বিক্ষিপ্ত আরও বেশ কিছু ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা ৷
advertisement
কখনও কাঁটাতার পেরিয়ে এদেশে অনুপ্রবেশ ৷ আবার কখনও সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন ৷ বারবারই অশান্ত হয়ে ওঠে সীমান্ত ৷ কিন্তু স্বাধীনতা দিবসের দিন দুই দেশের সীমান্তই উত্তপ্ত হয়ে উঠল ৷
advertisement
আরও পড়ুন: Independence day: দেশের ৭২তম স্বাধীনতা দিবসে ‘ইন্ডিয়ান ট্রাক আর্ট’-এ শুভেচ্ছা জানাল গুগল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2018 3:22 PM IST