নোট বাতিলের ক্ষত মেটাতে মধ্যবিত্তের করে ছাড়, কমল আয়করের হার
Last Updated:
#নয়াদিল্লি: ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে কর ছাড়ের সুখবর যে মিলতে পারে তাঁর পূর্বাভাস আগেই ছিল ৷ সেই মতোই অর্থমন্ত্রী অরুণ জেটলির পেশ করা বাজেটে খানিক স্বস্তি পেল মধ্যবিত্ত শ্রেণী ৷
বাজেটে আয়করের উর্ধ্বসীমা বাড়াল কেন্দ্র ৷ ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় হতে পারে করমুক্ত ৷ আড়াই লক্ষের বদলে এবার তিন লক্ষ টাকা পর্যন্ত মিলবে করছাড় ৷ তিন লাখ থেকে ৫ লাখ টাকা অবধি এখন অর্ধেক হারে দিতে হবে আয়কর ৷ ৫লক্ষ টাকা অবধি ৫ শতাংশ হারে দিতে হবে আয়কর, যা আগে ছিল ১০ শতাংশ ৷
advertisement
বর্তমানে আয়করের চিত্রটা অনেকটা এরকম,
advertisement
২.৫০ লক্ষ আয়কর নেই
২ লক্ষ ৫০ হাজার ১ টাকা থেকে ৫ লক্ষ - ১০ শতাংশ
৫ লক্ষ ১ টাকা থেকে ১০ লক্ষ - ২০ শতাংশ
১০ লক্ষের বেশি- ৩০ শতাংশ
advertisement
১ কোটির বেশি আয়ে - ১৫ শতাংশ সারচার্জ
২০১৭-১৮ বাজেটে প্রস্তাবিত আয়কর
৩ লক্ষ থেকে ৫ লক্ষ - ৫ শতাংশ
৫ লক্ষ ১ টাকা থেকে ১০ লক্ষ -- ১০ শতাংশ
১০ লক্ষের বেশি - ৩০ শতাংশ
advertisement
৫০ লক্ষের বেশি -১০ শতাংশ সারচার্জ
১ কোটির বেশি - ১৫ শতাংশ সারচার্জ
এই বাজেটে প্রস্তাব অনুযায়ী করছাড়ের কিছু ব্যবস্থাও রেখেছে সরকার ৷ ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় হতে পারে করমুক্ত ৷ সেক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হবে ৮০ সি-তে ৷ সবোর্চ্চ সাড়ে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় বিনিয়োগের কারণে করশূন্য হতে পারে ৷ সেক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হবে গৃহঋণ ও ৮০ সি ধারায় ৷ ৮০ সি ধারায় মোট ৭টি প্রকল্পে বিনিয়োগ করা যাবে ৷ এই বিনিয়োগের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫০% সাশ্রয় হতে পারে ৷
advertisement
এতে আয়কর কত বাঁচবে, দেখে নিন এক নজরে,
আয় সাশ্রয়
৩ লক্ষ ৩,০৯০
৫ লক্ষ ১০, ৮১৫
১০ লক্ষ ১২, ৮১৫
এই বাজেটে ৫০ লক্ষ-১ কোটি টাকা আয়ে ১০% সারচার্জ বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এক কোটি টাকার উপরে আয় হলে সারচার্জ বাড়বে আরও ৫ শতাংশ ৷ অর্থাৎ ১ কোটির উপরে আয়ে ১৫% সারচার্জ দিতে হবে ৷ ছোট সংস্থাগুলির জন্যও করছাড়ের ব্যবস্থা রেখেছেন জেটলি ৷ বার্ষিক আয় ৫০ কোটির কম হলে আয়করে আগের হারের থেকে ৫ শতাংশ ছাড় দেওয়া হল ৷ করের হার ৩০% থেকে ২৫% করলেন করা হল বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
advertisement
একইসঙ্গে অৰ্থমন্ত্রীর ঘোষণা, এবার থেকে ট্যাক্স রিটার্ন ফাইলের ফর্ম হবে এক পাতার। পাশাপাশি বিমা এজেন্টদের টিডিএস-এ দেওয়া হবে ছাড় ৷
নোট বাতিলের ক্ষতে জেটলির মলমে কি কাজের কাজ হবে? উত্তরের অপেক্ষায় দেশ। ভোট রাজনীতির কথা মাথায় রেখে মধ্যবিত্ত ও চাকরিজীবিদেরই টার্গেট করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2017 2:29 PM IST