২ লক্ষ টাকার নগদ লেনদেনে নিয়ে কড়া আয়কর দফতর, জরিমানার হুঁশিয়ারি
Last Updated:
কালোবাজারি ঠেকাতে এবার নয়া নির্দেশিকায় ২ লক্ষ টাকা ও তাঁর অধিক পরিমাণ নগদ টাকা লেনদেন সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করল IT ৷
#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকেই দেশে কালো টাকা বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে বড় অঙ্কের নগদ লেনদেন প্রায় নিষিদ্ধ করেছে আয়কর বিভাগ ৷ কালোবাজারি ঠেকাতে এবার নয়া নির্দেশিকায় ২ লক্ষ টাকা ও তার অধিক পরিমাণ নগদ টাকা লেনদেন সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করল IT ৷
এবার থেকে কোনও ব্যক্তি যদি এই নির্দেশিকা অমান্য করে ২ লক্ষ বা তার বেশি পরিমাণ নগদ লেনদেন করেন তাহলে তাঁকে এবং গ্রহীতাকেও সমপরিমাণ টাকা জরিমানা দিতে হবে ৷ কালো বাজারি ঠেকাতে শুক্রবারই এই বিজ্ঞপ্তি জারি করেছে আয়কর দফতর ৷
একইসঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কালোটাকা সংক্রান্ত লেনদেন বা এমন কোনও লেনদেনের তথ্য থাকলে আয়কর দফতরের ই-মেল অ্যাড্রেস- blackmoneyinfo@incometax.gov.in-এ জানাতে পারেন যে কোনও সাধারণ নাগরিক ৷ তাঁর তথ্য ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাসও দিয়েছে আয়কর দফতর ৷
advertisement
advertisement
তবে পাকা রসিদের মাধ্যমে সরকারকে কিংবা ব্যাঙ্ককে, পোস্ট অফিসকে এবং কো-অপারেটিভ ব্যাঙ্ককে দু’লক্ষ বা তার অধিক নগদ টাকা দিলে সেক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।
ভারতীয় আয়কর আইনের নতুন ধারা ২৬৯এসটি অনুযায়ী, দৈনিক নির্ধারিত নগদ লেনদেনের উর্ধ্বে লেনদেন হলেই গ্রহীতার উপর ১০০ শতাংশ কর জরিমানা হিসেবে ধার্য হবে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2017 9:15 AM IST