কর ফাঁকি রুখতে নয়া পদক্ষেপ আয়কর বিভাগের

Last Updated:

কর ফাঁকি আটকাতে নতুন পদক্ষেপ নিতে চলেছে আয়কর বিভাগ ৷ আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, যারা কর ফাঁকি দেবে তাদের পারম্যানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) বল্ক করে দেওয়া হবে ৷

#নয়াদিল্লি: কর ফাঁকি আটকাতে নতুন পদক্ষেপ নিতে চলেছে আয়কর বিভাগ ৷ আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, এবার থেকে যারা কর ফাঁকি দেবে তাদের পারম্যানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) বল্ক করে দেওয়া হবে ৷ এছাড়াও বন্ধ করে দেওয়া হবে এলপিজি গ্যাসের ভর্তুকি ৷ এরং যাদের ট্যাক্স বাকি থাকবে তাদের কোনওরকম লোন দেওয়া হবে না ৷
চলতি বছরে কর ফাঁকি আটকাতে এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়কর আধিকারিকরা ৷
আধিকারিকরা জানিয়েছেন যে তারা পারম্যানেন্ট অ্যাকাউন্ট নম্বর এমন ভাবে ব্লক করবে যাতে সেই ব্যক্তি ব্যাঙ্ক থেকে কোনও লোন নিতে না পারে ৷ এর ফলে তারা ব্যাঙ্ক থেকে ওভারড্রাফট পরিষেবা থেকেও বঞ্চিত থাকবে ৷
advertisement
এছাড়াও অর্থ মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে যে যারা কর ফাঁকি দিয়েছেন তাদের ব্যাঙ্কে এলপিজি গ্যাসের যে ভর্তুকি দেওয়া হয় তা যেন বন্ধ করে দেওয়া হয় ৷
advertisement
আয়কর আধিকারিকরা জানিয়েছেন, যাদের প্যান কার্ড বল্ক করে দওয়া হবে কর ফাঁকি দেওয়ার কারণে তাদের নামগুলি রেজিষ্ট্রার অফ প্রোপার্টিস কাছে পাঠানো হবে ৷ এবং তাদের আবেদন করা হবে যে এই ব্যক্তিদের কোন স্থাবর সম্পত্তির রেজিষ্ট্রেশন যাতে না করা হয় ৷
২০১৫ সালে আয়কর বিভাগ যারা কর ফাঁকি দিয়েছেন তাদের নাম ন্যাশনাল খবরের কাগজ ও আয়কর বিভাগের অফিশিয়াল সাইটে প্রকাশ করতে শুরু করা হয়েছে ৷ এর পদক্ষেপটির নাম দেওয়া হয়েছে  ‘নেম অ্যান্ড শেম’ ৷
advertisement
এখনও পর্যন্ত ৬৭ জনের নাম প্রকাশ করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কর ফাঁকি রুখতে নয়া পদক্ষেপ আয়কর বিভাগের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement