সপ্তাহান্তেই বৃষ্টিতে ভাসতে চলেছে এই রাজ্য, জারি হল রেড অ্যালার্ট
Last Updated:
#বেঙ্গালুরু: সপ্তাহান্তেই প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কর্ণাটক । মৌসম ভবন সূত্রের খবর, আরব সাগরের দক্ষিণ-পূর্ব নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । থাকছে সাইক্লোনের সম্ভাবনাও। ইতিমধ্যেই কেরলেও জারি হয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা । ধারাবাহিকবভাবে নিম্নচাপ বলয়ের কারণে বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণ ভারত।
বিশেষ করে বেঙ্গালুরু সহ দক্ষিণ ও উপকূলবর্তী কর্ণাটকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । চলতি বছরে বর্ষায় বেঙ্গালুরুতে মোট ৩৮.৬ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে যা প্রত্যাশিৎ ৪৭.৫ সেন্টিমিটারের চেয়ে অনেকটাই কম । খরা পরিস্থিতিতে নাজেহাল গোটা কর্ণাটক ।
ইতিমধ্যেই মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যার ফলে বড়সড় ক্ষতির আশঙ্কাও করছেন তাঁরা । উত্তর কর্ণাটকেও জারি হয়েছে রেড অ্যালার্ট ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2018 10:28 AM IST