‘প্রচুর হিংসা আর অত্যাচারের পরেও বাংলায় ১৮টা আসন পেয়েছি’, জয়ের পর প্রথম ভাষণে বললেন অমিত শাহ

Last Updated:
#নয়াদিল্লি: ৩৫৪ আসনের মতো এক বিশাল অঙ্ক নিয়ে ফের নেতৃত্বে আসতে চলেছে এনডিএ জোট, এই ছবিটা এখন মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে ৷ অভাবনীয় গেরুয়া ঝড়ে দেশের বেশিরভাগ রাজ্যেই পদ্ম ফুটেছে আজ ৷ স্বভবতই উচ্ছ্বসিত গোটা দেশের বিজেপি সমর্থকরা ৷
বিজেপির এই প্রবল ঝড়ের পিছনে থাকা দুই কাণ্ডারীর গতিবিধির দিকে সকাল থেকেই নজর ছিল গোটা দেশের ৷ জয়ের পথ মসৃণ হতেই একের পর এক ট্যুইট করে দেশবাসী ও কর্মীদের শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ ৷ অবশেষে সন্ধ্যেয় বৃষ্টিস্নাত দিল্লির রাজপথ দিয়ে বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছলেন দুই সেনাপতি ৷ গোলাপের পাঁপড়ি আর ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে ভরে উঠল গোটা এলাকা ৷
advertisement
জয়ের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিতে যখন এগিয়ে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তখনও উচ্ছ্বাসটা ছিল চোখে পড়ার মতো ৷ প্রথমেই দেশের মানুষকে শুভেচ্ছা ও প্রণাম জানালেন তিনি ৷ স্বাধীনতার পর মোদির নেতৃত্বে এই জয় যে এক ঐতিহাসিক বিজয়, তাও মনে করিয়ে দিলেন তিনি ৷ এদিন অমিত শাহ বলেন, ‘‘এ বিজয় প্রধানমন্ত্রী লোকপ্রিয়তার বিজয় ৷’’
advertisement
advertisement
তবে গোটা ভাষণে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে উঠে এল পশ্চিমবঙ্গের নাম ৷ বাংলার নাম উচ্চারণ করতেই গোটা হলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ গতবারের লোকসভায় যেখানে বিজেপির দখলে ছিল মাত্র দু’টি আসন, এবার সেটাই এক লাফে বেড়ে হয়েছে প্রায় ১৮টি ৷ যদিও বাংলার পূর্ণ ফলাফল এখন আসেনি ৷ তবে বাংলার বুকে বিজেপি ভোটের সামগ্রিক রূপরেখাটা স্পষ্ট হয়ে যেতেই প্রবল আত্মবিশ্বাসী শোনাল সভাপতির কন্ঠস্বর ৷ এ দিন অমিত শাহ বলেন, ‘‘প্রচুর হিংসা, অত্যাচার, ছাপ্পার পরেও বাংলা থেকে ১৮টি আসনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ৫টি বিধানসভার মধ্যেও ৪টি আসন দখলে রেখেছি আমরা ৷ এটাই প্রমাণ করে, সামনের দিনে বাংলায় ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব দেবে ৷’’
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
‘প্রচুর হিংসা আর অত্যাচারের পরেও বাংলায় ১৮টা আসন পেয়েছি’, জয়ের পর প্রথম ভাষণে বললেন অমিত শাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement