ম্যাগিতে বিষ-সিসা ! মানল খোদ নেসলে সংস্থা

Last Updated:
#নয়াদিল্লি: ফের ম্যাগি নিয়ে বিতর্ক ৷ ভয়ানক ও বিষাক্ত সিসা রয়েছে দু’মিনিটের এই জনপ্রিয় নুডলে ৷ সুপ্রিম কোর্টে দাঁড়ায়ে তা স্বীকার করেছেন নেসলে সংস্থার আইনজাবী ৷ যদিও আদাতলে জানানো হয়েছে যে পারমিসেবল লিমিটের মধ্যে রয়েছে সিসা অর্থাত মাত্রার মধ্যেই রয়েছে এই সিসার পরিমাণ ৷ কিন্তু বিষ সিসাযুক্ত খাবার কেন খাবেন মানুষ, পাল্টা এই প্রশ্ন করেন বিচারপতি ৷
২০১৫ সালে নেসলের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে ৬৪০ কোটি টাকা জরিমানা করেছিল ক্রেতাসুরক্ষা দফতর। অভিযোগ ছিল ম্যাগির প্যাকেটে ভুল তথ্যের উল্লেখ করেছিল নেসলে। এদিন আদালতে নেসলের আইনজীবী স্বীকার করে নেন, ম্যাগিতে ক্ষতিকারক সিসা ছিল। তবে তা মাত্রার মধ্যে। এর পরই মামলার শুনানির ওপর থেকে স্থগিতাদেশ তোলার নির্দেশ দেন বিচারপতি।
advertisement
advertisement
এর আগেই নেসলের ম্যাগিতে বেশি মাত্রায় সিসা ও আজিনামোটো বা মনোসোডিয়াম গ্লুটামেট বেশি হারে থাকে, যার ফলে শরীরে মারাত্মক ক্ষতি হয় ৷ এই পরই  ম্যাগিকে নিষিদ্ধ ঘোষণা করে FSSAI।
বাংলা খবর/ খবর/দেশ/
ম্যাগিতে বিষ-সিসা ! মানল খোদ নেসলে সংস্থা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement