‘‘ সবার আগে দেশ, তারপর অন্য কিছু ’’: মুকেশ আম্বানি
Last Updated:
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমশই বাড়ছে ৷ এই সময় পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজকর্মে নিষেধাজ্ঞা প্রসঙ্গে এবার মুখ খুললেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানিও ৷
#মুম্বই : ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমশই বাড়ছে ৷ এই সময় পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজকর্মে নিষেধাজ্ঞা প্রসঙ্গে এবার মুখ খুললেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানিও ৷ সংবাদমাধ্যমকে তিনি বললেন ‘সবার আগে দেশ, পরে অন্য কিছু’ ৷
এপ্রসঙ্গে বেশি বিতর্কে না গিয়ে সোজাসুজি আম্বানি বলেন, “আমার কাছে একটা বিষয় পরিষ্কার যে, দেশ আমার কাছে প্রথমে। আমি বুদ্ধিজীবী নই, ফলে আমি এসব বুঝিও না। কিন্তু সব ভারতবাসীর মতো নিজের দেশই আমার কাছে প্রথমে।”
advertisement
advertisement
কাশ্মীরের উরি সেনাছাউনিতে জঙ্গি হামলার পরেই দু’দেশের সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে ৷ উরির পরেও সীমান্তে উত্তেজনা কিছুতেই কমেনি, উল্টে বেড়েছে ৷ জঙ্গিরা যে পাক মদতপুষ্ট, সেব্যাপারে প্রথামিক তদন্তের পর অনেক কিছুই জানতে পেরেছে ভারতীয় সেনাবাহিনী ৷ এরপরই ‘পাকিস্তানি হটাও’ স্লোগান ওঠে গোটা দেশজুড়ে ৷ এর প্রভাব পড়ে বলিউড এবং ক্রীড়াজগতেও ৷ ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে বহুদেশীয় সিরিজেও এখন আর এক গ্রুপে না থাকারই পক্ষপাতী ভারত ৷ বলিউডে পাক কলাকুশলীদেরও ইতিমধ্যেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এই গোটা বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠলেও এব্যাপারে সহমত পোষন করেছেন মুকেশ আম্বানি ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2016 6:31 PM IST