ভেমুলার সুইসাইড নোটের কেটে দেওয়া লাইন নিয়ে বিতর্ক

Last Updated:

দলিত স্কলার ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার এক সপ্তাহ পরে নতুন করে বিতর্ক উসকে দিল রোহিতের সুইসাইড নোট ৷ বিতর্ক দেখা দিয়েছে রোহিতের সুইসাইড নোটের কিছু কেটে দেওয়া লাইন নিয়ে ৷ অভিযোগ, রোহিত তাঁর সুইসাইড নোটে আম্বেদকর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ASA) ও স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)-র সমালোচনা করেছেন এবং তাদের ‘ক্ষমতাপিপাসু’ বলে বর্ণনা করেছেন ৷ রোহিত নিজে ছাত্র সংগঠন ASA-র নেতা ছিলেন ৷

#হায়দরাবাদ: দলিত স্কলার ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার এক সপ্তাহ পরে নতুন করে বিতর্ক উসকে দিল রোহিতের সুইসাইড নোট ৷ বিতর্ক দেখা দিয়েছে রোহিতের সুইসাইড নোটের কিছু কেটে দেওয়া লাইন নিয়ে ৷ অভিযোগ, রোহিত তাঁর সুইসাইড নোটে আম্বেদকর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ASA) ও স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)-র সমালোচনা করেছেন এবং তাদের ‘ক্ষমতাপিপাসু’ বলে বর্ণনা করেছেন ৷ রোহিত নিজে ছাত্র সংগঠন ASA-র নেতা ছিলেন ৷
রোহিতের চিঠির কেটে দেওয়া লাইনগুলিতে লেখা রয়েছে, ‘ASA ও SFI স্বার্থসর্বস্ব, ক্ষমতাসর্বস্ব ৷ ওরা নিজেদের স্বার্থে কাজ করে ৷ ওদের উদ্দেশ্য সমাজকে পাল্টানোর বুলি আউড়ে ক্ষমতায় আসা এবং একটা সীমিত ক্ষুদ্র জায়গার মধ্যে বিখ্যাত- গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ৷ ওরা সবসময় নিজেদের ছোটখাটে কাজগুলিকেও খুব বড় করে দেখাতে চায় আর ‘কী বিরাট’ কাজ করলাম ভেবে নাম কিনতে চায় ৷ তবুও একটা ব্যাপারে এই দুটো সংগঠনকে ধন্যবাদ না দিয়ে পারছি না ৷ ওদের জন্যই তুলনাহীন কিছু মানুষ আর অসাধারণ সাহিত্যের সঙ্গে আমার পরিচয় ঘটেছে ৷’
advertisement
studentsuicide_sakshi
advertisement
রোহিত ভেমুলার চিঠির এই অংশটি সামনে আসার পর CBI তদন্ত চেয়েছেন বিজেপি বিধায়ক রামচন্দ্র রাও ৷ তাঁর দাবি, সিবিআই গোয়েন্দাদের তদন্ত করে আসল সত্যটি সামনে নিয়ে আসা উচিত ৷ তিনি আরও অভিযোগ করেছেন,‘পুলিশ ঠিকমতো তদন্ত করছে না ৷ কে বা কারা কেটেছে লাইনগুলি তা তদন্ত করে দেখা হোক ৷ ASA-র সঙ্গে কি রোহিতের ভেতরে ভেতরে কোনও সমস্যা হয়েছিল? সাসপেন্ড হওয়া আরও চার ছাত্র কি সত্য লুকোতে লাইনগুলি কেটেছেন? সত্য জানতে সিবিআই তদন্ত চাই ৷ ’
advertisement
দলিত পিএইচডি ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনা ক্রমাগত জটিল হয়ে উঠছে ৷ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র শাস্তির দাবিতে বিক্ষোভ-আন্দোলনে সামিল পড়ুয়ারা ৷ সোমবার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদ ছাড়লেন আরও দুই অধ্যাপক ৷ অন্যদিকে, ছেলের শোকে অসুস্থ রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা  বুকে ব্যথা নিয়ে রবিবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভেমুলার সুইসাইড নোটের কেটে দেওয়া লাইন নিয়ে বিতর্ক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement