কোর্টে শুনানি চলাকালীন একী করলেন আইনজীবী! ভরা আদালতে মহিলাকে সটান 'চুমু'!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কোর্টে চলছিল ভার্চুয়াল শুনানি আর সেই সময়েই আইনজীবী যা করলেন তা দেখে স্তম্ভিত সকলে। এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় রাগ উগরে দিয়েছেন অনেকেই। কিন্তু, ব্যাপারটা কী?
নয়াদিল্লি:কোর্টে চলছিল ভার্চুয়াল শুনানি আর সেই সময়েই আইনজীবী যা করলেন তা দেখে স্তম্ভিত সকলে। এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় রাগ উগরে দিয়েছেন অনেকেই। কিন্তু, ব্যাপারটা কী?
দিল্লি হাইকোর্টে শুনানি চলাকালীন এক মহিলাকে সটান ‘চুমু’ খেয়ে নিলেন আইনজীবী। আর এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায়।
গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটে ভার্চুয়াল শুনানি চলাকালীন। সকলে তখন বিচারপতি আসার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়েই এই লজ্জাজনক কাণ্ডটি ঘটিয়ে ফেলেন ওই আইনজীবী।
advertisement
ভার্চুয়াল অনলাইনের ওই ফুটেজে দেখা যায় আইনজীবী একদম ধোপদুরস্ত হয়ে আইনজীবীর পোশাকে দাঁড়িয়ে আছেন। ক্যামেরার থেকে একটু দূরে দাঁড়ালেও তাঁর মুখ স্পষ্ট।
advertisement
Welcome to Digital India Justice 😂
Court is online… but judge forgot it’s LIVE! ☠️
When tech meets tradition
— and the camera off button loses the case! 🤣 pic.twitter.com/1GbfOFQ6w7— ShoneeKapoor (@ShoneeKapoor) October 15, 2025
দেখা যায়, পাশে শাড়ি পরা এক এক মহিলা দাঁড়িয়ে আছেন। হঠাৎই ওই আইনজীবী মহিলার হাত ধরে টেনে কাছে আনেন এবং এরপরেই তাঁর গালে সটান চুমু খেয়ে নেন।
advertisement
মহিলা এবং পুরুষ আইনজীবীর পরিচয় এখনও পাওয়া যায়নি। যদিও এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 16, 2025 5:02 PM IST