ছেলেধরা সন্দেহে গণপ্রহারে মৃত ১, গুরুতর আহত ২, ভরপুর উত্তেজনা এলাকায়

Last Updated:

কর্ণাটকের বিদরে ছেলেধরা সন্দেহে একজনকে গণপ্রহারে মেরে ফেলেছেন উত্তেজিত জনতা ৷ মৃত ব্যক্তির দুই সঙ্গী গুরুতর আহত হয়েছেন ৷

#বেঙ্গালুরু: কর্ণাটকের বিদরে ছেলেধরা সন্দেহে একজনকে গণপ্রহারে মেরে ফেলেছেন উত্তেজিত জনতা ৷ মৃত ব্যক্তির দুই সঙ্গী গুরুতর আহত হয়েছেন ৷ হিন্দস্তান টাইমস সূত্রের খবর মৃতের নাম মহম্মদ আজম তিনি হায়দরাবাদ নিবাসী ৷ মহম্মদ আজম, ইসমাইল, মহম্মদ সলমন এই তিনজন হান্ডিকেরা গ্রামে বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন ৷
জানা গিয়েছে বন্ধুর বাড়ির কাছাকাছি তাঁদের গাড়ি থামিয়ে চকলেট কিনেছিলেন ৷ সেই সময়েই স্থানীয়েরা জড় হয়ে ছেলেধরা সন্দেহে প্রথমে বচসা তারপর তাঁদের একটি ভিডিও তৈরি করে তা হোয়াটসঅ্যাপে ভাইরাল হয় করে দিয়েছে ৷ এখানেই থেমে থাকেনি এরপরে তাদের ওপর অভিযোগ করা হয়েছে ৷ অভিযোগ ওই তিন যুবক চকলেটের লোভ দেখিয়ে বাচ্চা চুরি করতে এসেছিল, কিন্তু ধরা পড়ে যায় হাতেনাতে ৷
advertisement
এরপর পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হতে থাকে ৷ তিন যুবককে গ্রণপ্রহার শুরু হয়েছিল ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছিল ৷ গুরুতর জখম অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়েছিল মহম্মদ আজমের ৷ বাকি দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন, তাঁদের চিকিৎসা চলছে ৷ ঘটনার জেরে ভরপুর উত্তেজনা সারা বিদর জুড়ে ৷
advertisement
advertisement
বিদরের এসপি ডি দেবরাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওয় অ্যাডমিন মনোজ সহিত, অমর পাটিলকে গ্রেফতার করেছে ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ছেলেধরা সন্দেহে গণপ্রহারে মৃত ১, গুরুতর আহত ২, ভরপুর উত্তেজনা এলাকায়
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement