Assam Polls : ভোটের পর বিজেপি প্রার্থীর গাড়িতে EVM এর অভিযোগ, টুইটে খোঁচা প্রিয়াঙ্কার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
এরাজ্যের মতো বৃহস্পতিবার অসমেও ছিল দ্বিতীয় দফার ভোট৷ ভোটপর্ব মোটের ওপর শান্তিপূর্ণ হলেও এরপরেই এক ভিডিও ঘিরে শোরগোল পরে যায়।
#করিমগঞ্জ : এরাজ্যের মতো বৃহস্পতিবার অসমেও ছিল দ্বিতীয় দফার ভোট৷ ভোটপর্ব মোটের ওপর শান্তিপূর্ণ হলেও এরপরেই এক ভিডিও ঘিরে শোরগোল পরে যায়। অভিযোগ, এক বিজেপি বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয়েছে ইভিএম। আর সেই EVM -এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরেই শোরগোল পরে যায়। নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
ঘটনাটি ঘটেছে অসমের করিমগঞ্জ জেলার পাথরকান্দিতে। অভিযোগ, স্থানীয় বিজেপি MLA কৃষ্ণেন্দু পালের গাড়িতে পাওয়া যায় একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন৷ স্থানীয়দের অভিযোগ, ভোট মেটার কিছুক্ষণ পর ওই বিধায়কের ব্যক্তিগত বোলেরো গাড়িতে পাওয়া যায় ইভিএমটি ৷ এরপরেই প্রতিবাদে সোচ্চার হয় জনতা ৷ রীতিমতো বিক্ষোভ দেখতে শুরু করেন তাঁরা। চালক ও গাড়িটিকে তারাই পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে ৷ নেতার গাড়িতে কীভাবে, কোথা থেকে ইভিএম এল তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
advertisement
এদিকে এই বিষয়ে বিজেপিকে কটাক্ষ করে টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ প্রিয়াঙ্কা লিখেছেন, "প্রতিটি নির্বাচনে এমন একটি করে ভিডিয়ো প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় ইভিএম কারো ব্যক্তিগত গাড়িতে৷ এরপরের বিষয়গুলিও মোটামুটি একইরকম৷ যেমন, গাড়িটি সাধারণত বিজেপি প্রার্থীদেরই হয়ে থাকে।"
advertisement
Every time there is an election videos of private vehicles caught transporting EVM’s show up. Unsurprisingly they have the following things in common:
1. The vehicles usually belong to BJP candidates or their associates. .... 1/3 https://t.co/s8W9Oc0UcV — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 2, 2021
advertisement
প্রিয়াঙ্কা আরও বলেন, “এ জাতীয় অভিযোগের বিষয়ে অবিলম্বে সিদ্ধান্তমূলকভাবে কাজ করা উচিত নির্বাচন কমিশনের। ইভিএম এর এই ঘটনা সমস্ত জাতীয় দলকে গুরুত্ব সহকারে পুনরায় মূল্যায়ন করা দরকার।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2021 2:01 PM IST