#নয়াদিল্লি: ফের একবার সামনে এল রাজধানীর অমানবিক ছবি ৷ দুর্ঘটনার পর রক্তাত্ত অবস্থায় রাস্তায় প্রায় ১২ ঘণ্টা পড়েছিলেন এক ব্যক্তি ৷ সাহায্য তো দূরের কথা, অসহায় অবস্থায় পড়ে থাকা গুরুতর জখম ওই ব্যক্তির মোবাইল ও ওয়ালেটে থাকা ১২টাকা পর্যন্ত চুরি করে পালিয়ে যায় এক পথচারী ৷
ভাগ্যক্রমে ৩৫ বছরের নরেন্দ্র কুমার প্রাণ বেঁচে গেলেও গলা, পা, ও স্পাইনাল কর্ডে গুরুতর চোট পেয়েছেন তিনি ৷ বর্তমানে সফদরজঙ হাসপাতালে তার চিকিৎসা চলছে ৷ চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা এখন স্থিতিশীল ৷
আহত কুমার পেশায় গাড়ির চালক ৷ উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা জয়পুর থেকে বাড়ি ফিরছিল মঙ্গলবার বিকেলে ৷ রাস্তা পার করার সময় আচমকা দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায় ৷ এত জোরে গাড়িটি ধাক্কা মারে যে কুমার রাস্তা থেকে ফুটপাতে গিয়ে ছিটকে পড়েন তিনি ৷
সাহায্য চাইলেও এগিয়ে আসেনি কেউ বলে পরে পুলিশকে জানায় কুমার ৷ এরপর বুধবার সকালে একজন ব্যক্তি পুলিশে খবর দেয়৷ পিসিআর ভ্যান এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Delhi Accident, No one helped accident victim in Delhi