উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ককে দোষী সাবস্ত করল সিবিআই

Last Updated:

অবশেষে উন্নাও ধর্ষণ কাণ্ডে সিবিআই অভিযুক্ত বিজেপি বিধায়কে দোষী সাবস্ত করল সিবিআই ৷ উন্নাও কাণ্ডে এবার নির্যাতিতার পরিবারের অভিযোগকেই মান্যতা দিল সিবিআই।

#নয়াদিল্লি: অবশেষে উন্নাও ধর্ষণ কাণ্ডে সিবিআই অভিযুক্ত বিজেপি বিধায়ককে দোষী সাবস্ত করল সিবিআই ৷ উন্নাও কাণ্ডে এবার নির্যাতিতার পরিবারের অভিযোগকেই মান্যতা দিল সিবিআই। ধর্ষণের অভিযোগ এনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন ১৬ বছরের এক তরুণী।
পুলিশ হেফাজতে থাকাকালীন তরুণীর বাবার মৃত্যুও হয়। সে সবই বিধায়ক ও তার ভাইয়ের নির্দেশে হচ্ছিল বলে অভিযোগ ওঠে। তরুণী ও তাঁর পরিবারের উপরও চাপ সৃষ্টি করা হয়। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ৷ অবশ্য তাতেও শেষরক্ষা হল না। বিজেপি বিধায়ক ধর্ষণ করেছিল বলেই জানিয়ে দিল সিবিআই।
advertisement
advertisement
৪ জুন ২০১৭ সালের ঘটনা । এরপর ১১ জুন ফের তরুণীকে ডাকা হয়। সে সময় ৩জন তরুণীকে অপহরণ করে। পালা করে ধর্ষণ করে ওই তিনজন। ১৯ জুন পর্যন্ত চলেছিল নৃশংস এই কাণ্ড। ২০ জুন এফআইআর দায়ের করেন তরুণীর পরিবার। সেই অভিযোগকেই কার্যত বৈধ্যতা দিল সিবিআই ৷ এর সঙ্গেই নির্যাতিতা ও তার পরিবার দোষীদেরর প্রাণদণ্ডের আর্জি জানিয়েছেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ককে দোষী সাবস্ত করল সিবিআই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement