মোদিকে নিয়ে ইমরান খানের মন্তব্যের নেপথ্যে রয়েছে কংগ্রেসের কূটনৈতিক কৌশল, দাবি প্রতিরক্ষামন্ত্রীর
Last Updated:
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকেই প্রয়োজন, পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের এই বিবৃতি নিয়ে জল্পনা ও বিতর্ক চলছে। এর মধ্যেই নয়া সংযোজন করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ । ইমরানের এহেন মন্তব্যের নেপথ্যে রয়েছে কংগ্রেসই ও মোদিক ক্ষমতাচ্যুত করার জন্য এই কাজ করেছে কংগ্রেস,দাবি সীতারমণের ।
জাতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন- 'কংগ্রেসের একাধিক নেতা, মোদিকে ক্ষমতাচ্যুত করার জন্য পাকিস্তানে গিয়েছেন বারবার ও ইমরানের এই মন্তব্যও হয়তো তাঁদের সেই ষড়যন্ত্রের এক অংশমাত্র'। যদিও এটি নিছকই তাঁর ব্যক্তিগত মতামত; কেন্দ্র বা বিজেপির অভিমত এমন নাও হতে পারে বলে স্পষ্ট জানিয়েছেন সীতারমণ ।
Defence Min on Pak PM's statement 'India-Pak have better chance of settling Kashmir issue only if Modi's BJP wins': I wonder if this is also part of scheme of things which have been put forth by the Congress' side. https://t.co/bBs8MXtwM9
— ANI (@ANI) April 17, 2019
advertisement
advertisement
সম্প্রতি এক সাংবাদিক বিবৃতিতে পাক-প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন ভারত-পাক শান্তি প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদিরই পুনরায় প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হওয়া প্রয়োজন । ভারতে কংগ্রেস সরকার এলে হয়তো তারা পাকিস্তানের সঙ্গে সমঝোতা বা আলোচনা করতে চাইবে না, বিজেপির মত দক্ষিণপন্থী রাজনৈতিক দল এলেই একমাত্র কাশ্মীর সমস্যার সমাধান হওয়া সম্ভব । এই বক্তব্যের পরই বিরোধীপক্ষের সমালোচনার নিশানায় এসে যান মোদি। মোদিকে ভোট দেওয়ার অর্থ পাকিস্তানকে ভোট দেওয়া, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে মোদির সঙ্গে জোট বেঁধেছে, এই অভিযোগও ওঠে কংগ্রেসের তরফ থেকে । যদিও, পাক বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয় কোনও প্রসঙ্গ ছাড়াই এই বিবৃতি নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2019 1:03 PM IST