NRC ইস্যু: অবৈধ বসবাসকারীরা ভারত না ছাড়লে দ্বিতীয়বার কাশ্মীরের মত পরিস্থিতি হবে, মন্তব্য রামদেবের

২৩ মে প্রকাশিত হয়েছিল লোকসভা নির্বাচনের ফলাফল। সেই প্রসঙ্গে রামদেবের মন্তব্য ২৩ মে আনুষ্ঠানিকভাবে 'মোদি দিবস' হিসেবে পালিত হওয়া উচিৎ ।

২৩ মে প্রকাশিত হয়েছিল লোকসভা নির্বাচনের ফলাফল। সেই প্রসঙ্গে রামদেবের মন্তব্য ২৩ মে আনুষ্ঠানিকভাবে 'মোদি দিবস' হিসেবে পালিত হওয়া উচিৎ ।

  • Last Updated :
  • Share this:

    #রোহতক: এবার নাগরিকপঞ্জি নিয়ে মুখ খুললেন বাবা রামদেব । তিনি জানিয়েছেন অবৈধভাবে বসবাসকারী প্রত্যেকটি মানুষের অবিলম্বে ভারত ছেড়ে চলে যাওয়া উচিৎ । প্রায় ৩ থেকে ৪০ লক্ষ মানুষ অবৈধভাবে বসবাস করছেন ভারতে। এদের অবশ্যই চলে যাওয়া উচিৎ । রোহতাকের দয়ানন্দ মঠের একটি অনুষ্ঠানে গিয়ে এই কথাই বলেছেন তিনি ।

    রোহিঙ্গা, বাংলাদেশি বা পাকিস্তানি-এদেশে থেকে ফিরে যাওয়া উচিৎ সকলেরই। অবৈধ অভিবাসীরা দেশ না ছাড়লে এ দেশে কাশ্মীরের মত পরিস্থিতি তৈরি হবে । কাশ্মীরের সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি তাই দ্বিতীয়বার এই পরিস্থিতি এড়াতে নাগরিকপঞ্জি হওয়া খুবই প্রয়োজন ।

    সংরক্ষণ ব্যবস্থা নিয়েও মন্তব্য করেছেন রামদেব । শুধুমাত্র দলিত ও পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য সংরক্ষণ- এই  নিয়মের পরিবর্তন হওয়া দরকার । দেশে দারিদ্র্য না মিটলে, সংরক্ষণ সমস্যাও মিটবেনা, এমনটাই মন্তব্য করেছেন রামদেব । সব শ্রেণির মানুষদেরই সংরক্ষণ দেওয়া উচিৎ তবে এই সমস্যার সমাধান হবে ।

    First published:

    Tags: Baba Ramdev, NRC Assam