৫০ টাকাতেই পাঠানকোট এয়ারবেসে প্রবেশ, চাঞ্চল্যকর তথ্য
Last Updated:
পাঠানকোট জঙ্গি হামলা নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ ৫০ টাকা দিলেই নাকি নিশ্চিন্তে প্রবেশ করা যেত পাঠানকোট এয়ারবেসে ৷ দীর্ঘদিন ধরেই এ সুবিধে ভোগ করতেন পাঠানকোটের এলাকাবাসী ! নতুন এই তথ্যে ফের প্রশ্ন উঠেছে এয়ারবেসের নিরাপত্তা নিয়ে ৷ সঙ্গে স্পষ্ট হতে শুরু করেছে, এয়ারবেসের অন্দরের জঙ্গিদের সাহায্যের বিষয়টিও ৷
#নয়াদিল্লি: পাঠানকোট জঙ্গি হামলা নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ ৫০ টাকা দিলেই নাকি নিশ্চিন্তে প্রবেশ করা যেত পাঠানকোট এয়ারবেসে ৷ দীর্ঘদিন ধরেই এ সুবিধে ভোগ করতেন পাঠানকোটের এলাকাবাসী ! নতুন এই তথ্যে ফের প্রশ্ন উঠেছে এয়ারবেসের নিরাপত্তা নিয়ে ৷ সঙ্গে স্পষ্ট হতে শুরু করেছে, এয়ারবেসের অন্দরের জঙ্গিদের সাহায্যের বিষয়টিও ৷
পাঠানকোট কাণ্ড নিয়ে রোজ রোজই নতুন নতুন তথ্য হাতে আসছে তদন্তকারী দল এনআইএ-র ৷ এই দলের দেওয়া নতুন তথ্যতেই উঠে এসেছে ৫০ টাকার এন্ট্রি ফি বিষয়টি ৷ কারা এই টাকা নিতেন, জঙ্গি হামলার দিন কারা এই সুবিধা নিয়েছে সবই খতিয়ে দেখা হচ্ছে তদন্ত দলের তরফ থেকে ৷ অন্যদিকে দিল্লিতে এনআইএ-র জেরার মুখে গুরুদাসপুরের এসপি সলবিন্দারের বয়ানেও বার বার মিলছে ভুল তথ্য ৷ সলবিন্দরের বয়ানে রয়েছে ধোঁয়াশাও ৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্তে সামনে আসা সলবিন্দরের বন্ধু রাজেশ ভার্মা ও রাঁধুনি মদন গোপালকেও ৷ সবার বয়ানের মধ্যেই অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছে এনআইএ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 12, 2016 4:05 PM IST