IKEA Hyderabad: ১০০০ আসনের রেস্তোরাঁ, ৭,৫০০ পণ্যসামগ্রী নিয়ে আইকেইএর প্রথম ভারতীয় শোরুমের সূচনা আজ

Representative Image (Reuters)

Representative Image (Reuters)

আইকেইএ (IKEA)। হায়দ্রাবাদের হাইটেক সিটিতে প্রায় ১৩ একর জমির উপর ৪০০,০০০ স্কোয়ার ফুট নিয়ে তৈরি হয়েছে এই বিপণি

  • Share this:

    #হায়দ্রাবাদ:  হায়দ্রাবাদ শহরে তাদের প্রথম ভারতীয় বিপণি খুলেছে সুইডিশ বহুজাতিক সংস্থা আইকেইএ (IKEA)। হায়দ্রাবাদের হাইটেক সিটিতে প্রায় ১৩ একর জমির উপর ৪০০,০০০ স্কোয়ার ফুট নিয়ে তৈরি হয়েছে এই বিপণি । ভারতের প্রথম আইকেইএ বিপণিতে বিনিয়োগ করা হয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা ।

    প্রায় ৭,৫০০ গৃহসজ্জার পণ্যের সম্ভার থাকছে যার দামও নাগালের মধ্যেই । এর মধ্যে প্রায় ১,০০০ টি জিনিষপত্রের দাম ২০০ টাকারও কম । আন্তর্জাতিক পণ্য ছাড়াও থাকবে স্থানীয় জিনিষপত্রও । এছাড়াও থাকছে এক বিশাল রেস্তোরাঁ যার আসন সংখ্যা প্রায় ১,০০০ । সুইডিশ ও ভারতীয়-দুই ধরনের খাবারই পাওয়া যাবে এই রেস্তোরাঁয় । ক্রেতা আকর্ষণ করতে থাকছে বিরিয়ানিও । মিটবলের দাম ১৪৯ টাকা। বিরিয়ানি পাওয়া যাবে মাত্র ৯৯ টাকায় ।

    তাদের প্রথম ভারতীয় বিপণিতে প্রায় ৯০০জন কর্মী নিয়োগ করবে আইকেইএ । হায়দ্রাবাদ ছাড়াও দেশের আরও ৪০টি শহরেও তাদের বিপণি খোলার পরিকল্পনা করছে এই সুইডিশ সংস্থা । ২০১৯ এর মধ্যেই মুম্বইতেও খোলা হতে পারে আরেকটি শাখা ।

    আগামী ৩ বছরের মধ্যে প্রায় ২০ কোটি গ্রাহককে পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছে এই সংস্থা । বর্তমানে বিশ্বের প্রায় ৪৯টি দেশে তাদের প্রায় ৪০৩টি বিপণি আছে ।

    First published:

    Tags: Hyderabad, IKEA