#হায়দ্রাবাদ: গতকালই হায়দ্রাবাদের হাইটেক সিটিতে ভারতে তাদের প্রথম বিপণি খুলে ফেলেছে সুইডিশ গৃহস্থলী সামগ্রী বিক্রেতা সংস্থা আইকিয়া । আর শুরুতেই যে এহেন সাড়া ফেলবে তা বোধহয় আইকিয়া কর্তৃপক্ষও ভাবেনি ।
সকাল ১০টা থেকেই উপচে পড়েছিল ভিড় । ক্রমশ বেড়েছে উৎসাহী জনতার ভিড় । রাত ১১টার সময়ও ছিল চোখে পড়ার মত ভিড় । গ্রাহকদের ভিড় সামাল দিতে নাজেহাল হয়েছেন কর্মচারীরা ।
#WATCH Stampede like situation at public opening of Swedish home furnishing brand #IKEA in Hyderabad, yesterday. pic.twitter.com/Ta5izho02E
— ANI (@ANI) August 10, 2018
Looks like #IKEA got a grand welcome from Hyderabad. pic.twitter.com/rnOCO3TWNB — #SrinivasaKalyanam (@vamsikaka) August 9, 2018
First day of #Ikea The store can handle 1000 customers. Waiting time was 3-4 hours pic.twitter.com/TwHGVfw4HM — Mahesh (@invest_mutual) August 9, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।