Israel-Hamas War: অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুকন্যাকে নিয়ে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে আইআইটি প্রাক্তনী, মেরঠের বাড়িতে বিনিদ্র কৃষক পরিবার

Last Updated:

Israel-Hamas War: ভারতে বসে নিশ্চিত হতে পারছেন না রণধওয়া পরিবার৷ কাটাচ্ছেন বিনিদ্র রজনী৷

বৃদ্ধের করজোড়ে প্রার্থনা-তাঁর ছেলে, পুত্রবধূ ও নাতনিকে ফিরিয়ে আনা হোক নিরাপদে
বৃদ্ধের করজোড়ে প্রার্থনা-তাঁর ছেলে, পুত্রবধূ ও নাতনিকে ফিরিয়ে আনা হোক নিরাপদে
মেরঠ : উত্তরপ্রদেশ সরকারের দ্বারস্থ মেরঠের শৈলদা গ্রামের রণধওয়া পরিবার৷ হামাস বাহিনীর আক্রমণে বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছেন রণধওয়া পরিবারের ছেলে , অন্তঃসত্ত্বা পুত্রবধূ এবং নাতনি৷ তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি সাহায্য চান এই পরিবার৷
পেশায় কৃষক ওমবীর রণধওয়া জানিয়েছেন যে তাঁদের ছেলে মোহিত, পুত্রবধূ জয়দীপ কউর এবং নাতনি কীরাট এখনও নিরাপদেই আছেন ইজরায়েলে৷ তবে ভারতে বসে নিশ্চিত হতে পারছেন না রণধওয়া পরিবার৷ কাটাচ্ছেন বিনিদ্র রজনী৷
সত্তরোর্ধ্ব ওমবীর জানিয়েছেন তাঁর ছেলে আইআইটি রুরকি থেকে পিএইচডি সম্পূর্ণ করেন৷ তার পর ইজরায়েলে যান পোস্ট ডক্টরাল স্তরের পড়াশোনা সম্পূর্ণ করতে৷ প্রবীণ ওমবীর বলেন, ‘‘প্রথমে মোহিত একাই থাকত ইজরায়েলে৷ কিন্তু সম্প্রতি স্ত্রী জয়দীপ ও মেয়ে কীরাটও গিয়েছে সেখানে৷ এখন ওরা ঘরবন্দি৷’’ উত্তরপ্রদেশ সরকারের কাছে বৃদ্ধের করজোড়ে প্রার্থনা-তাঁর ছেলে, পুত্রবধূ ও নাতনিকে ফিরিয়ে আনা হোক নিরাপদে৷
advertisement
advertisement
প্রবীণ ওমবীর জানিয়েছেন পোস্ট ডক্টরাল স্টাডিজের জন্য ২০২০ সালে ইজরায়েলে গিয়েছেন তাঁর মেধাবী ছেলে৷ বর্তমানে তিনি কর্মরত জাকারবার্গ ইনস্টিটিউট ফর ওয়াটার রিসার্চ-এ৷ চলতি বছর এপ্রিলে সপরিবারে বাবা মায়ের কাছে এসেছিলেন মোহিত৷ অক্টোবরে ফের তাঁদের আসার কথা ছিল৷ কিন্তু এখন সে সম্ভাবনা দূর অস্ত্৷ যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলের উদ্দেশে ভারত থেকে সব উড়ান বাতিল করা হয়েছে৷
advertisement
প্রসঙ্গত ২০ হাজারের বেশি ভারতীয় আছেন ইজরায়েলে৷ তাঁদের মধ্যে কেউ হতাহত হননি৷ জানিয়েছেন মুম্বইয়ে ইজরায়েলের কাউন্সেল জেনারেল কোব্বি শোশানি৷ আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা জারি বলে জানান তিনি৷ অন্যদিকে ভারতীয় দূতাবাসের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে যে রণভূমিতে আটকে পড়া ভারতীয়দের পাশে আছেন তাঁরা৷ চালু হয়েছে ২৪ ঘণ্টার হেল্পলাইন৷ ভারতীয়দের শান্ত এবং সতর্ক থেকে নিরাপত্তাজনিত নির্দেশ অনুসরণ করার পরামর্শ দিয়েছে ইজরায়েলে ভারতীয় দূতাবাস৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Israel-Hamas War: অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুকন্যাকে নিয়ে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে আইআইটি প্রাক্তনী, মেরঠের বাড়িতে বিনিদ্র কৃষক পরিবার
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement