Israel-Hamas War: অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুকন্যাকে নিয়ে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে আইআইটি প্রাক্তনী, মেরঠের বাড়িতে বিনিদ্র কৃষক পরিবার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Israel-Hamas War: ভারতে বসে নিশ্চিত হতে পারছেন না রণধওয়া পরিবার৷ কাটাচ্ছেন বিনিদ্র রজনী৷
মেরঠ : উত্তরপ্রদেশ সরকারের দ্বারস্থ মেরঠের শৈলদা গ্রামের রণধওয়া পরিবার৷ হামাস বাহিনীর আক্রমণে বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছেন রণধওয়া পরিবারের ছেলে , অন্তঃসত্ত্বা পুত্রবধূ এবং নাতনি৷ তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি সাহায্য চান এই পরিবার৷
পেশায় কৃষক ওমবীর রণধওয়া জানিয়েছেন যে তাঁদের ছেলে মোহিত, পুত্রবধূ জয়দীপ কউর এবং নাতনি কীরাট এখনও নিরাপদেই আছেন ইজরায়েলে৷ তবে ভারতে বসে নিশ্চিত হতে পারছেন না রণধওয়া পরিবার৷ কাটাচ্ছেন বিনিদ্র রজনী৷
সত্তরোর্ধ্ব ওমবীর জানিয়েছেন তাঁর ছেলে আইআইটি রুরকি থেকে পিএইচডি সম্পূর্ণ করেন৷ তার পর ইজরায়েলে যান পোস্ট ডক্টরাল স্তরের পড়াশোনা সম্পূর্ণ করতে৷ প্রবীণ ওমবীর বলেন, ‘‘প্রথমে মোহিত একাই থাকত ইজরায়েলে৷ কিন্তু সম্প্রতি স্ত্রী জয়দীপ ও মেয়ে কীরাটও গিয়েছে সেখানে৷ এখন ওরা ঘরবন্দি৷’’ উত্তরপ্রদেশ সরকারের কাছে বৃদ্ধের করজোড়ে প্রার্থনা-তাঁর ছেলে, পুত্রবধূ ও নাতনিকে ফিরিয়ে আনা হোক নিরাপদে৷
advertisement
advertisement
প্রবীণ ওমবীর জানিয়েছেন পোস্ট ডক্টরাল স্টাডিজের জন্য ২০২০ সালে ইজরায়েলে গিয়েছেন তাঁর মেধাবী ছেলে৷ বর্তমানে তিনি কর্মরত জাকারবার্গ ইনস্টিটিউট ফর ওয়াটার রিসার্চ-এ৷ চলতি বছর এপ্রিলে সপরিবারে বাবা মায়ের কাছে এসেছিলেন মোহিত৷ অক্টোবরে ফের তাঁদের আসার কথা ছিল৷ কিন্তু এখন সে সম্ভাবনা দূর অস্ত্৷ যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলের উদ্দেশে ভারত থেকে সব উড়ান বাতিল করা হয়েছে৷
advertisement
প্রসঙ্গত ২০ হাজারের বেশি ভারতীয় আছেন ইজরায়েলে৷ তাঁদের মধ্যে কেউ হতাহত হননি৷ জানিয়েছেন মুম্বইয়ে ইজরায়েলের কাউন্সেল জেনারেল কোব্বি শোশানি৷ আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা জারি বলে জানান তিনি৷ অন্যদিকে ভারতীয় দূতাবাসের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে যে রণভূমিতে আটকে পড়া ভারতীয়দের পাশে আছেন তাঁরা৷ চালু হয়েছে ২৪ ঘণ্টার হেল্পলাইন৷ ভারতীয়দের শান্ত এবং সতর্ক থেকে নিরাপত্তাজনিত নির্দেশ অনুসরণ করার পরামর্শ দিয়েছে ইজরায়েলে ভারতীয় দূতাবাস৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 1:51 PM IST