আইআইটি ছাত্রের রহস্য মৃত্যু, তদন্তের দাবি পরিবারের
Last Updated:
#খড়্গপুর: বুধবার সন্ধ্যেবেলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল খড়গপুর আই টি এম থেকে দ্বিতীয় বছরের ছাত্র বৃহস্পতিবার তার দেহ খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ মৃত ছাত্রের দাদা জি. বেনুগোপাল রেড্ডি জানিয়েছে তার ভাইয়ের সঙ্গে তাদের কথা ও হয়েছিল কিন্ত সে কেন এই আত্মহত্যা করল তা নিয়েও তারা বুঝে উঠতে পারছেন না। তাঁর দাবি পুলিশ প্রশাসন এই বিষয়ে একটু খতিয়ে দেখুক যে ঠিক কি কারণে তাঁর ভাই এইভাবে আত্মহত্যা কেন করল৷
দুর্গাপূজা এবং কালী পুজার জন্য বহু ছাত্র তারা বাড়ি ফিরে গেছে যার ফলে তাঁর বন্ধুরা না আসা পর্যন্ত পুলিশ তাঁর বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছেন না ৷ ফলে ঠিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না তদন্তের কাজ ৷
বুধবার সন্ধ্যায় খড়গপুর আইআইটির এম এম এম হল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় জনাগি রেড্ডি হানামি রেড্ডির (২৪)। প্রাথমিক তদন্তে নেমে জেলা পুলিশ অনুমান করে ঘটনাটি আত্মহত্যার । দেহ উদ্ধার করে পুলিশ পরিবারকে খবর দেয় । খবর পেয়ে অন্ধপ্রদেশের গুন্টুর থেকে ছুটে আসে মৃতের বড় ভাই ভেনুগোপাল রেড্ডি ও কাকা এম রমাকৃষ্ণন ।
advertisement
advertisement
মৃতের ভাইয়ের দাবি , ভাই বরাবরই শান্ত স্বভাবের ও ভালো ছাত্র। পাশাপাশি নিজের সিদ্ধান্ত নিজেই নেয় । সরাসরি না বললেও সঠিক তদন্তের আর্জি জানিয়ে পরিবারের তরফে ইতিমধ্যেই জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে ।
আরও পড়ুন - ‘‘ডাক্তারবাবু পিরিয়ড চলছে, এই অবস্থায় শারীরিক মিলন কি করব’’- লোকলজ্জা ঝেড়ে ফেলুন, ডুবে যান দেদার সেক্সে !
advertisement
গোটা বিষয়টি নিয়ে তারা যে ধোঁয়াশায় রয়েছেন সেই নিয়ে পরিষ্কার জানিয়েছেন মৃতের কাকা এম রামকৃষ্ণও। অভিযোগপত্রে মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার । মৃতের সহপাঠির দাবি, ক্যাম্পাসে কখনো কোন গন্ডগোলে কখনই জড়াতো না ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের এই ছাত্র কে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ।মানসিক অবসাদ জেরে নিছক আত্মহত্যা নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোন রহস্য, তা জানতে কৌতুহলী খড়গপুর আই আই টি সহ মৃতের পরিবার । রহস্য উন্মোচনে ঠিক কতটা সময় লাগে সেটাই এখন দেখার বিষয় । গোটা ঘটনায় শোকের ছায়া খড়গপুর আই আই টি তে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2018 11:25 PM IST