আইআইটি ছাত্রের রহস্য মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

Last Updated:
#খড়্গপুর: বুধবার সন্ধ্যেবেলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল খড়গপুর আই টি এম থেকে দ্বিতীয় বছরের ছাত্র বৃহস্পতিবার তার দেহ খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ মৃত ছাত্রের দাদা জি. বেনুগোপাল রেড্ডি  জানিয়েছে তার ভাইয়ের সঙ্গে তাদের কথা ও হয়েছিল কিন্ত সে কেন এই  আত্মহত্যা করল তা নিয়েও তারা বুঝে উঠতে পারছেন না। তাঁর দাবি পুলিশ প্রশাসন এই বিষয়ে একটু খতিয়ে দেখুক যে ঠিক কি কারণে তাঁর ভাই এইভাবে আত্মহত্যা কেন করল৷
দুর্গাপূজা এবং কালী পুজার জন্য বহু ছাত্র তারা বাড়ি ফিরে গেছে যার ফলে তাঁর বন্ধুরা না আসা পর্যন্ত পুলিশ তাঁর বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছেন না ৷ ফলে ঠিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না তদন্তের কাজ ৷
বুধবার সন্ধ্যায় খড়গপুর আইআইটির এম এম এম হল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় জনাগি রেড্ডি হানামি রেড্ডির (২৪)। প্রাথমিক তদন্তে নেমে জেলা পুলিশ অনুমান করে ঘটনাটি আত্মহত্যার । দেহ উদ্ধার করে পুলিশ পরিবারকে খবর দেয় । খবর পেয়ে অন্ধপ্রদেশের গুন্টুর থেকে ছুটে আসে মৃতের বড় ভাই ভেনুগোপাল রেড্ডি ও কাকা এম রমাকৃষ্ণন ।
advertisement
advertisement
মৃতের ভাইয়ের দাবি , ভাই বরাবরই শান্ত স্বভাবের ও ভালো ছাত্র। পাশাপাশি নিজের সিদ্ধান্ত নিজেই নেয় । সরাসরি না বললেও সঠিক তদন্তের আর্জি জানিয়ে পরিবারের তরফে ইতিমধ্যেই জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে ।
advertisement
গোটা বিষয়টি নিয়ে তারা যে ধোঁয়াশায় রয়েছেন সেই নিয়ে পরিষ্কার জানিয়েছেন মৃতের কাকা এম রামকৃষ্ণও। অভিযোগপত্রে মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার । মৃতের সহপাঠির দাবি, ক্যাম্পাসে কখনো কোন গন্ডগোলে কখনই জড়াতো না ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের এই ছাত্র কে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ।মানসিক  অবসাদ জেরে নিছক আত্মহত্যা নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোন রহস্য, তা জানতে কৌতুহলী খড়গপুর আই আই টি সহ মৃতের পরিবার । রহস্য উন্মোচনে ঠিক কতটা সময় লাগে সেটাই এখন দেখার বিষয় । গোটা ঘটনায় শোকের ছায়া খড়গপুর আই আই টি তে ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আইআইটি ছাত্রের রহস্য মৃত্যু, তদন্তের দাবি পরিবারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement