দরকার পড়লে উত্তরপ্রদেশেও চালু হবে NRC, জানালেন যোগী
Last Updated:
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি জানিয়েছেন দরকার পড়লে উত্তরপ্রদেশেও চালু করা হতে পারে এনআরসি ৷
#লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি জানিয়েছেন দরকার পড়লে উত্তরপ্রদেশেও চালু করা হতে পারে এনআরসি ৷ এর পাশাপাশি অসমে এনআরসি লাগু করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ও সাহসী সিদ্ধান্ত বলা হয়েছে ৷
NRC নিয়ে আদিত্যনাথ জানান, ‘আদালতের নির্দেশকে লাগু করা একটি সাহসী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷ আমি মনে করি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জন্য শুভেচ্ছা জানানো উচিৎ ৷ সমস্ত নিয়ম মেনেই এনআরসি লাগু করা হয়েছে এবং দরকারে উত্তরপ্রদেশে তা চালু করা হতে পারে ৷’
তিনি আরও বলেন,‘অসমে যে ভাবে এনআরসি লাগু করা হয়েছে থেকে আমাদের শেখা দরকার ৷ ওখান থেকে অভিজ্ঞতা নিয়ে একই পদক্ষেপ নেওয়া উচিৎ ৷’
advertisement
advertisement
এর পাশাপাশি অযোধ্যা মামলা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি আরও বলেন, ‘প্রত্যেক ব্যক্তির আদালতের উপর বিশ্বাস রয়েছে ৷ আদালতের যা সিদ্ধান্ত হবে তা মানতে হবে ৷ আমি আদালতের নির্দেশের সম্মান করব ৷ এই নিয়ে চিন্তা করার কোনও দরকার নেই ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2019 11:07 AM IST