ফের পুলওয়ামার ধাঁচে হামলার ছক কষেছিল জঙ্গিরা, সেনার তৎপরতায় সফল হয়নি চেষ্টা

Last Updated:

পুলিশের তরফে জানানো হয়েছে এই হামলার বিষয়ে তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল ৷

#শ্রীনগর: ফের পুলওয়ামার ধাঁচে জম্মু-কাশ্মীরে হামলার ছক কষেছিল জঙ্গিরা ৷ কিন্তু সেনার তৎপরতায় এবার সেই চেষ্টা সফল হয়নি ৷ পিটিআই এর খবর অনুযায়ী, পুলওয়ামার কাছে একটি স্যান্ট্রো গাড়িতে IED প্ল্যান্ট করা হয়েছিল ৷ তবে নিরাপত্তারক্ষীরা সময় থাকতে সেটি নিষ্ক্রিয় করে দেয় ৷ নিরাপত্তারক্ষী আপাতত এলাকায় সার্চ অপারেশন জারি রেখেছে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে একটি গাড়িতে জাল নম্বর প্লেট লাগানো ছিল ৷ স্যান্ট্রো গাড়িতে লাগানো ছিল টু উইলার গাড়ির নম্বর প্লেট ৷ তা দেখেই সন্দেহ হয় পুলিশের ৷ এরপর চালককে গাড়ি থামাতে বললে সে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ৷ এরপর গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পুলিশ ৷ চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায় ৷ তার খোঁজে তল্লাশি চলছে এলাকায় ৷ পুলিশের তরফে জানানো হয়েছে এই হামলার বিষয়ে তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল ৷ বুধবার থেকেই এই গাড়িটির খোঁজ চালাচ্ছিল পুলিশ ৷
advertisement
পুলিশ ও সেনা যৌথ ভাবে এই অপারেশন চালায় ৷ পরে বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় ৷ তারা এসে বোমা নিস্ক্রিয় করে ৷ গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল ৷ এর জেরে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল ৷
advertisement
গত বছর ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় এরকম ভাবেই বিস্ফোরক ভর্তি গাড়ি গিয়ে থাক্কা মারে সিআরপিএফ এর ট্রাকে ৷ জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হয়েছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের পুলওয়ামার ধাঁচে হামলার ছক কষেছিল জঙ্গিরা, সেনার তৎপরতায় সফল হয়নি চেষ্টা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement