#নয়াদিল্লি: ICSE-এর দশম শ্রেণি এবং ISC-এর দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল ৷ কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org or www.results.cisce.org -তে গিয়ে রেজাল্ট দেখতে পাবে ছাত্রছাত্রীরা ৷ এছাড়াও মোবাইল এএমএস-এ মাধ্যেমেও জানা যাবে রেজাল্ট ৷ ICSE বা ISC লিখে স্পেস দিয়ে লিখতে হবে আইডি নম্বর ৷ পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে ৷
এক ঝলকে দেখে নেওয়া যাক কেমন হল এ বারের রেজাল্ট-
cisce.org ওয়েবসাইটের পাশাপাশি অন্য ওয়েবসাইট যেমন examresults.net. বা এসএমএস-এর মাধ্যমেও রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা ৷
কীভাবে চেক করবেন রেজাল্ট দেখে নিন...
Step 1. প্রথমে লগইন করত হবে cisce.org বা examresults.net ওয়েবাইটে ৷
Step 2. ICSE 10th Board Result 2019 লেখা লিঙ্ক খুজতে হবে ৷
Step 3. ক্লিক করুন লিঙ্কে ৷
Step 4. আপনার সম্বন্ধে সমস্ত তথ্য দিয়ে সাবমিট বটন ক্লিক করুন ৷
Step 5. আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে ৷
Step 6. ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দিন ৷