প্রকাশিত চলতি বছরে আইসিএসই আর আইএসসি-র সূচি

Last Updated:

প্রকাশিত চলতি বছরে আইসিএসই আর আইএসসি-র সূচি

#নয়াদিল্লি: নতুন বছর পড়তেই হাজির পরীক্ষার রুটিন ৷ CISCE ২০১৮ সালের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ৷ চলতি বছরে ISC পড়ুয়াদের পরীক্ষা শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে, চলবে ২ এপ্রিল অবধি ৷ অন্যদিকে ICSE পড়ুয়াদের পরীক্ষা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি থেকে শেষ হবে ২৮ মার্চ ৷
তবে একই সঙ্গে CISCE বোর্ড জানিয়েছে, ভারতীয় নিবার্চন কমিশন নির্বাচনের দিন ঘোষণার পর যেসব রাজ্যে বিধানসভা ভোট রয়েছে সেখানে বদলানো হতে পারে পরীক্ষা সূচি ৷
চলতি বছর থেকে কমছে পাস নম্বর।এবছর থেকে আইসিএসই-তে পাস নম্বর ৩৫ শতাংশের বদলে হচ্ছে ৩৩ শতাংশ। আইএসসি-র ক্ষেত্রে পাস নম্বর ৪০ শতাংশ থেকে কমে হচ্ছে ৩৫ শতাংশ।
advertisement
advertisement
এক নজরে দেখে নিন বিস্তারিত পরীক্ষা সূচি,
আইসিএসই-এর পরীক্ষা সূচি
২৬ ফেব্রুয়ারি: ইংরেজি প্রথম পত্র
২৭ ফেব্রুয়ারি: অঙ্ক
২৮ ফেব্রুয়ারি: কমার্সিয়াল স্টাডিজ (গ্রুপ-২ ইলেকটিভ)
৫ মার্চ: ইংরেজি দ্বিতীয় পত্র
৭ মার্চ: ইতিহাস ও সিভিকস-এইচসিজি প্রথম পত্র
৯ মার্চ: দ্বিতীয় ভাষা, মডার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ
১০ মার্চ: আর্ট প্রথম পত্র
advertisement
১২ মার্চ: ভূগোল, এইচসিজি দ্বিতীয় পত্র
১৪ মার্চ: হিন্দি
১৬ মার্চ: পদার্থবিদ্যা- বিজ্ঞান প্রথম পত্র
১৭ মার্চ: আর্ট দ্বিতীয় পত্র
১৯ মার্চ: রসায়ন- বিজ্ঞান দ্বিতীয় পত্র
২১ মার্চ: অর্থনীতি (গ্রুপ-২ ইলেকটিভ)
২৩ মার্চ: গ্রুপ-৩ ইলেকটিভের বিভিন্ন বিষয়
২৪ মার্চ: আর্ট তৃতীয় পত্র
২৬ মার্চ: জীববিদ্যা- বিজ্ঞান তৃতীয় পত্র
২৭ মার্চ: আর্ট চতুর্থ পত্র
advertisement
২৮ মার্চ: পরিবেশ বিজ্ঞান, গ্রুপ-২ (ইলেকটিভ)।
আইএসসি-এর পরীক্ষা সূচি
৭ ফেব্রুয়ারি: পদার্থবিদ্যা দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
৮ ফেব্রুয়ারি: কম্পিউটার সায়েন্স দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
৯ ফেব্রুয়ারি: রসায়ন দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
১০ ফেব্রুয়ারি: হোম সায়েন্স দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
১২ ফেব্রুয়ারি: শারীরশিক্ষা প্রথম পত্র (থিয়োরি)
১৩ ফেব্রুয়ারি: জীবনবিজ্ঞান দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
১৫ ফেব্রুয়ারি: অ্যাকাউন্টস প্রথম পত্র (থিয়োরি)
advertisement
১৭ ফেব্রুয়ারি: হোম সায়েন্স দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
২০ ফেব্রুয়ারি: পদার্থবিদ্যা প্রথম পত্র (থিয়োরি)
২১ ফেব্রুয়ারি: সমাজতত্ত্ব
২২ ফেব্রুয়ারি: বায়োটেকনোলজি দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
২৩ ফেব্রুয়ারি: কম্পিউটার সায়েন্স প্রথম পত্র (থিয়োরি)
২৪ ফেব্রুয়ারি: ইন্ডিয়ান মিউজিক, পাশ্চাত্য সঙ্গীত, হোম সায়েন্স প্রথম পত্র (থিয়োরি)
২৬ ফেব্রুয়ারি: অঙ্ক
২৭ ফেব্রুয়ারি: আর্ট দ্বিতীয় পত্র
২৮ ফেব্রুয়ারি: ইংরেজি দ্বিতীয় পত্র
advertisement
৫ মার্চ: রসায়ন প্রথম পত্র (থিয়োরি)
৬ মার্চ: রাষ্ট্রবিজ্ঞান
৭ মার্চ: ইংরেজি প্রথম পত্র
৮ মার্চ: ফ্যাশন ডিজাইনিং প্রথম পত্র (থিয়োরি)
৯ মার্চ: ভূগোল প্রথম পত্র(থিয়োরি)
১০ মার্চ: আর্ট প্রথম পত্র
১২ মার্চ: কমার্স
১৩ মার্চ: আর্ট চতুর্থ পত্র
১৪ মার্চ: বায়োটেকনোলজি প্রথম পত্র (থিয়োরি)
১৫ মার্চ: পরিবেশ বিজ্ঞান প্রথম পত্র (থিয়োরি)
advertisement
১৬ মার্চ: ইন্ডিয়ান, মডার্ন, ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজ
১৭ মার্চ: আর্ট তৃতীয় পত্র
১৯ মার্চ: অর্থনীতি
২০ মার্চ: আর্ট পঞ্চম পত্র
২১ মার্চ: জীবনবিজ্ঞান প্রথম পত্র (থিয়োরি)
২৬ মার্চ: ইতিহাস
২৮ মার্চ: বিজনেস স্টাডিজ
২ এপ্রিল: সাইকোলজি
এছাড়াও আর কোনও তথ্যের জন্য CISCE-এর সরকারি ওয়েবসাইটে দেখুন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রকাশিত চলতি বছরে আইসিএসই আর আইএসসি-র সূচি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement