COVID 19- আতঙ্কের গোষ্ঠী সংক্রমণ কি তবে শুরু হয়ে গেল, ৭৫ জেলার ওপর নজর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তাহলে যা ভয় পাওয়া হচ্ছিল তাই হল
#নয়াদিল্লি: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঝড়ের গতিতে বেড়েই চলেছে ৷শুধু শনিবার একদিনেই ৩২৭৭ টি নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে ৷ যার জেরে সারা দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৬২,৯৩৯৷ করোনার এরকম বৃদ্ধির ফলে হটস্পটের সংখ্যা সারা দেশেই বাড়ছে ৷ দেশের ৭৫ টি জেলায় করোনা সংক্রমণের সবচেয়ে বেশি খবর সামনে এসেছে ৷ এই কারণেই ওই ৭৫ টি জেলার ওপর বিশেষ নজরদারি শুরু করছে ICMR৷
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এই নিয়ে বিশেষ রিসার্চ শুরু করেছে যাতে পরীক্ষা করে দেখা হবে যে আশঙ্কা করা হয়েছিল তাতেই কী অবশেষে পৌঁছে গেল ভারত ৷ একের পর এক পর্বে লকডাউন করে ভারতে গোষ্ঠী সংক্রমণই আটকানোর ভাবনা করা হয়েছিল ৷ কিন্তু হঠাৎ করেই যেভাবে রোজ সংক্রমিতের সংখ্যা বাড়ছে তাতে কি সত্যিই কি গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেল৷
advertisement
৭৫ টি জেলার মধ্যে বিভিন্ন রেড জোন রয়েছে ৷ এরমধ্যে দিল্লি, মুম্বই, পুণে, আগ্রা, আহমেদাবাদ, আর থানের মতো জায়গা রয়েছে ৷ ২৪ ঘণ্টায় শুধুমাত্র মহারাষ্ট্রে ১১৬৫ জন সংক্রমিত হয়েছেন ৷ যার জেরে শুধুমাত্র মহারাষ্ট্রে মোট সংক্রমিত ২০, ২২৮ ৷ এই রাজ্যে মৃত্যু হয়েছে ৭৮০ জনের ৷
advertisement
দিল্লি ও গুজরাতেও করোনা সংক্রমণের ভয়াল আকার নিয়েছে ৷ এই দুটি রাজ্যে সংক্রমিতের মোট সংখ্যা ৬ হাজার ৷ মহারাষ্ট্রের মুম্বইয়ে মোট সংক্রমিত ১২, ৮৬৪ ৷ শুধু মুম্বইতে মৃত্যু হয়েছে ৪৮৯ ৷ থানে ও পুণেতেও আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে ৷ মধ্যপ্রদেশের ইনদওরে আক্রান্ত ১৭০০ ৷ রাজস্থানের জয়পুরে হাজারের ওপরে আক্রান্ত ৷ যোধপুর ও গুজরাতের সুরাতে ৮০০ জন করে আক্রান্ত হয়েছেন ৷ উত্তরপ্রদেশের আগ্রায় আক্রান্তের সংখ্যা ৭০০ ৷
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত রাজ্যকে জানিয়েছে সিভিয়র অ্যাকিউট রেস্পিরেটরি ইলনেস বা SARI ও ইনফ্লুয়েঞ্জার মতো রোগীদের দিকে বিশেষ নজর রাখতে বলেছে৷ স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এই রোগীদের দিকে নজর রাখলে করোন ভাইরাসের সংক্রমণের ওপর নজর রাখা যাবে ৷
র্যাপিড অ্যান্টিবডি টেস্ট বাড়িয়ে আইসিএমআর গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশনের বিষয়টি দেখতে চাইছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2020 2:32 PM IST