ICC World Cup 2023 : শুভমানকে নিয়ে বড় ব্রেকিং, দলের সঙ্গে দিল্লি যেতে পারলেন না তরুণ তুর্কি ওপেনার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 : এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি।
নয়াদিল্লি: শুভমান গিলের ডেঙ্গি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে খেলা হয়নি তরুণ তুর্কি শুভমান গিলের৷ এবার সামনে এল আরও মারাত্মক খবর। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকেও ছিটকে গেলেন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিল। কিছুদিন আগে ডেঙ্গিতে আক্রান্ত হন শুভমন গিল। তবে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। একটু আগেই জানা গেছে তিনি চেন্নাইতে রয়ে গেছেন। দিল্লিতে দলের সঙ্গেও যাননি তিনি।
এর আগে অবশ্য টিম ইন্ডিয়ার অন্য একটি সূত্র উদ্ধৃত করে এএনআই জানিয়েছিল, ‘শুভমান গিল সুস্থ হয়ে উঠছেন। টিম ইন্ডিয়ার সঙ্গে দিল্লি যাচ্ছেন তিনি। সারাক্ষণ দলের সঙ্গেই থাকবেন তিনি। চণ্ডীগড়ে নিজের বাড়িতে বিশ্রামেও যাবেন না তিনি। আমরা আশা করছি, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁকে মাঠে দেখা যাবে। আর আফগানিস্তানের বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা নির্ভর করছে পরবর্তী মেডিকেল রিপোর্টের ওপর।’’
advertisement
আরও পড়ুন – Ind vs Pak: ‘ভারতীয় ক্রিকেটাররা মাংস খেয়ে পারফরম্যান্স শুধরেছেন’’ এ কেমন আজব বয়ান আফ্রিদির
advertisement
টিম ইন্ডিয়া ২০২৩ বিশ্বকাপে রবিবার ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ থেকে শুভমান গিলকে মাঠের বাইরে রাখা হয়ছিল। এমনকি তিনি টিমের সঙ্গে মাঠেও আসেননি৷ তাঁর জায়গায় ভারতেের ওপেনিং ম্যাচে সুযোগ পেয়েছিলেন ইশান কিষাণকে। তবে সুযোগ পেয়েও সম্পূর্ণ ফ্লপ ইশান কিষাণ।
advertisement
২০২৩ বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচটি ১১ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 7:59 PM IST