ভার্মার বাড়িতে নজরদারি, আটক IB-র ৪ আধিকারিক
Last Updated:
#নয়াদিল্লি: অলোক ভার্মার বাড়িতে কেন্দ্রের নজরদারি । আটক আইবি-র ৪ আধিকারিক ।
বৃহস্পতিবার সকালে ৪জন ব্যক্তিকে উদ্দেশ্যহীন বাড়ির সামনে ৪ জনকে দেখে সন্দেহ হওয়ায় তাঁদের আটক করে দিল্লি পুলিশ । আটক করা হয় ধীরজ গুপ্তা, অজয় কুমার, প্রশান্ত কুমার, বিনীত কুমার গুপ্তাকে ৷ চারজনের থেকেই পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদের পরই ৪ জনের নাম পরিচয় জানা যায় ৷ জানা যায়, তারা ৪ জনেই আইবি-র আধিকারিক ৷
advertisement
যদিও এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়েছে, ‘গুরুত্বপূর্ণ জায়গায় আইবি আধিকারিকরা থাকেন ৷ রুটিন নজরদারি চলাচ্ছিল আইবি ৷’
advertisement
সিবিআই নিয়ে মাথা ব্যথা কমাতে মাথাদেরই সরিয়ে দিল মোদি সরকার। ছুটিতে পাঠিয়ে দেওয়া হল ডিরেক্টর ও স্পেশাল ডিরেক্টরকে। মাঝরাতে নজিরবিহীনভাবে বদলি করে দেওয়া হল তেরো জন শীর্ষ আধিকারিককে। ছুটিতে পাঠানো হয়েছে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে ৷ সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ সকাল থেকে অলোক ভার্মার বাড়ির সামনে উত্তেজনার সৃষ্টি হয় ৷
Location :
First Published :
October 25, 2018 12:37 PM IST