Kerala: স্বামীর মেয়াদ শেষ হতেই স্ত্রী মুখ্য সচিব! আমলাতন্ত্রের বিরল নজির কেরলে

Last Updated:

কেরলের ইতিহাসে প্রথমবার স্বামীর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পরেই তাঁর স্ত্রী দায়িত্ব নেবেন। কেরলের আমলাতন্ত্রের ইতিহাসে এই ঘটনা কার্যত নজিরবিহীন। কেরলের এখন মুখ্য সচিব ডঃ ভি ভেনু। তিনি অবসর গ্রহণ করবেন আগামি ৩১শে অগাস্ট। ঠিক তারপরের দিনই তাঁর স্ত্রী সারদা মুরলীধরন এই পদে নিযুক্ত হবেন। ইতিমধ্যেই এই দম্পতিই এখন চর্চায় চলে এসেছেন।

আইএএস দম্পতি
আইএএস দম্পতি
তিরুবন্তপুরম: কেরলের ইতিহাসে প্রথমবার স্বামীর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পরেই তাঁর স্ত্রী দায়িত্ব নেবেন। কেরলের আমলাতন্ত্রের ইতিহাসে এই ঘটনা কার্যত নজিরবিহীন। কেরলের এখন মুখ্য সচিব ডঃ ভি ভেনু। তিনি অবসর গ্রহণ করবেন আগামি ৩১শে অগাস্ট। ঠিক তারপরের দিনই তাঁর স্ত্রী সারদা মুরলীধরন এই পদে নিযুক্ত হবেন। ইতিমধ্যেই এই দম্পতিই এখন চর্চায় চলে এসেছেন।
ডাঃ ভেনু এবং তাঁর স্ত্রী দুজনেই ১৯৯০ সালের আইএএস ব্যাচের অফিসার। আপাতত সারদা অতিরিক্ত মুখ্য সচিবের পদ সামলাচ্ছেন। ইতিমধ্যেই তিনি রাজ্যের দারিদ্র সীমা থেকে রাজ্যের মানুষদের উত্তরণের ক্ষেত্রে কুদুমাশ্রী মিশনে ২০০৬ সাল থেকে ২০১২ পর্যন্ত কাজ করেছেন। এছাড়াও বহু জনমুখী প্রকল্পে মুখ্য ভুমিকা পালন করেছেন।
advertisement
advertisement
শুধু রাজ্যেও নয়, কেন্দ্রেরও বহু দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করেছেন সারদা দেবী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে ন্যাশনাল লিভলিহুড মিশনে মুখ্য আধিকারিক হিসাবেও কাজ করেছিলেন। এছাড়াও পঞ্চায়েত দফতরে যুগ্ম সচিব হিসাবেও কাজ করেছেন।
অন্যদিকে, কোঝিকোড়ের বাসিন্দা ডাঃ ভেনু মালাবার ক্রিশ্চিয়ান কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি পাস করেন। তাঁর প্রথম পোস্টিং হয়েছিল ত্রিশূর জেলায়, জেলা কালেক্টার হিসাবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala: স্বামীর মেয়াদ শেষ হতেই স্ত্রী মুখ্য সচিব! আমলাতন্ত্রের বিরল নজির কেরলে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement