#ভোপাল: করোনা কেরে নিয়েছে বাবা-মাকে! তবে হার না মেনে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে তৈরি ভোপালের ভনিশা পাঠক ৷ এবছর CBSE দশম শ্রেণির পরীক্ষায় ৯৯.৮ শতাংশ পেয়ে ভোপাল থেকে প্রথম হয়েছে ভনিশা ৷ ভেলের কার্মেল কনভেন্টের ছাত্রী আরও দু’জনের সঙ্গে একই শতাংশ নম্বর পেয়ে ভোপালের মধ্যে প্রথম হয়েছে ৷ ইংরেজি, সংস্কৃত, বিজ্ঞান ও সোশ্যাল সাইয়েন্সে ১০০ পেয়েছে ভনিশা ৷ অঙ্কে পেয়েছে ৯৭ ৷
পরীক্ষার জন্য বাকি বন্ধুরা যখন পড়াশোনা করছিল তখন ১৬ বছরের ভনিশার সামনে অন্ধকার নেমে এসেছিল ৷ জীবনে অত্যন্ত কঠিন সময়ের সম্মুখিন হতে হয়েছিল তাকে যখন করোনায় আক্রান্ত হয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে বাবা ও মা দু’জনকেই হারিয়েছিল ৷
ভনিশা জানিয়েছে, ‘সেই সময় আমার মানসিক পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল জীবনে সব কিছু হারিয়ে যাচ্ছে ৷ কেমন দিশাহারা হয়ে পড়ছিলাম আমি’৷ কিন্তু ছোট ভাইয়ের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করে তোলেন তিনি ৷ ভাইয়ের জীবনে ভনিশাই এখন একমাত্র অবলন্বন৷ মাত্র ১৬ বছর বয়সে ভাইয়ের বাবা ও মা হয়ে উঠেছে ভনিশা ৷
দুঃখের কাছে হার না মেনে বাস্তবকে মেনে নিয়েছে ভনিশা ৷ লড়াই করার জন্য নিজেকে প্রতিদিন আরও শক্ত করে তুলছেন ৷ তাঁর বাবার ইচ্ছে ছিল ভনিশা আইআইটি বা ইউপিএসসি পরীক্ষা পাশ করুক ৷ বাবার স্বপ্নপূরণের জন্য এখন সব রকমের প্রচেষ্টা করতে নিজেকে তৈরি করছে ভনিশা ৷
হাসপাতালে যাওয়ার আগে শেষবারের মতো বাবা ও মাকে দেখেছিল ভনিশা ৷ চেক আপ করিয়েই ফিরে আসবে, বলে গিয়েছিল বাবা, কিন্তু আর ফেরা হল না ৷ এতটা অসহায় নিজেকে কোনওদিন মনে হয়নি নিজেকে ভনিশার ৷ চোখের সামনে গোটা পৃথিবীটা যেন ভেঙে পড়ছিল অথচ তার সেটা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না ৷ তবে ভাইয়ের কথা ভেবে এবং বাবার স্বপ্নপূরণের জন্য পিছনে ফিরে না তাকিয়ে এখন কেবল এগিয়ে যেতে চাই ভনিশা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhopal, CBSE Class 10, Topper