'ভেঙে না পড়ে এগিয়ে যেতে চাই তোমাদের স্বপ্নপূরণ করতে' ! কোভিডে বাবা মাকে হারিয়েও CBSE- তে টপার ভনিশা

Last Updated:

করোনায় আক্রান্ত হয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে বাবা ও মা দু’জনকেই হারিয়েছিল ৷

#ভোপাল: করোনা কেরে নিয়েছে বাবা-মাকে! তবে হার না মেনে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে তৈরি ভোপালের ভনিশা পাঠক ৷ এবছর CBSE দশম শ্রেণির পরীক্ষায় ৯৯.৮ শতাংশ পেয়ে ভোপাল থেকে প্রথম হয়েছে ভনিশা ৷ ভেলের কার্মেল কনভেন্টের ছাত্রী আরও দু’জনের সঙ্গে একই শতাংশ নম্বর পেয়ে ভোপালের মধ্যে প্রথম হয়েছে ৷ ইংরেজি, সংস্কৃত, বিজ্ঞান ও সোশ্যাল সাইয়েন্সে ১০০ পেয়েছে ভনিশা ৷ অঙ্কে পেয়েছে ৯৭ ৷
পরীক্ষার জন্য বাকি বন্ধুরা যখন পড়াশোনা করছিল তখন ১৬ বছরের ভনিশার সামনে অন্ধকার নেমে এসেছিল ৷ জীবনে অত্যন্ত কঠিন সময়ের সম্মুখিন হতে হয়েছিল তাকে যখন করোনায় আক্রান্ত হয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে বাবা ও মা দু’জনকেই হারিয়েছিল ৷
ভনিশা জানিয়েছে, ‘সেই সময় আমার মানসিক পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল জীবনে সব কিছু হারিয়ে যাচ্ছে ৷ কেমন দিশাহারা হয়ে পড়ছিলাম আমি’৷ কিন্তু ছোট ভাইয়ের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করে তোলেন তিনি ৷ ভাইয়ের জীবনে ভনিশাই এখন একমাত্র অবলন্বন৷ মাত্র ১৬ বছর বয়সে ভাইয়ের বাবা ও মা হয়ে উঠেছে ভনিশা ৷
advertisement
advertisement
দুঃখের কাছে হার না মেনে বাস্তবকে মেনে নিয়েছে ভনিশা ৷ লড়াই করার জন্য নিজেকে প্রতিদিন আরও শক্ত করে তুলছেন ৷ তাঁর বাবার ইচ্ছে ছিল ভনিশা আইআইটি বা ইউপিএসসি পরীক্ষা পাশ করুক ৷ বাবার স্বপ্নপূরণের জন্য এখন সব রকমের প্রচেষ্টা করতে নিজেকে তৈরি করছে ভনিশা ৷
হাসপাতালে যাওয়ার আগে শেষবারের মতো বাবা ও মাকে দেখেছিল ভনিশা ৷ চেক আপ করিয়েই ফিরে আসবে, বলে গিয়েছিল বাবা, কিন্তু আর ফেরা হল না ৷ এতটা অসহায় নিজেকে কোনওদিন মনে হয়নি নিজেকে ভনিশার ৷ চোখের সামনে গোটা পৃথিবীটা যেন ভেঙে পড়ছিল অথচ তার সেটা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না ৷ তবে ভাইয়ের কথা ভেবে এবং বাবার স্বপ্নপূরণের জন্য পিছনে ফিরে না তাকিয়ে এখন কেবল এগিয়ে যেতে চাই ভনিশা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'ভেঙে না পড়ে এগিয়ে যেতে চাই তোমাদের স্বপ্নপূরণ করতে' ! কোভিডে বাবা মাকে হারিয়েও CBSE- তে টপার ভনিশা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement