দেশের মানুষের আওয়াজই হল ঈশ্বরের আওয়াজ, বিজেপিকে অভিনন্দন: সিধু
Last Updated:
#নয়াদিল্লি: কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদিকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর বিরুদ্ধে। মোদিকে ‘দুলহন’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। সিধু আরও বলেছিলেন, “মোদিজি হল সেই গৃহবধূর মতো, যিনি রুটি বানান কম কিন্তু চুড়ির শব্দ করেন বেশি। যাতে তাঁর প্রতিবেশীরা বুঝতে পারেন তিনি কাজ করছেন। নরেন্দ্র মোদির সরকারের আমলে ঠিক এই ঘটনাই ঘটেছে।”
এর পাশাপাশি মোদিকে তিনি মিথ্যেবাদী ও বিভেদকামীদের প্রধান এবং আম্বানি ও আদানির বিজনেস ম্যানেজার বলেও অভিহিত করেন। সেই মোদিরই আজ জয়জয়কার ৷ এনডিএ জোট সাড়ে তিনশোরও বেশি আসনে জিতে আরও একবার সরকার গড়তে চলেছে দেশে ৷ তাই তাদের অভিনন্দন না জানিয়েই আর যাবেনই বা কোথায় ৷ বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেই সিধু ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে ৷ জানালেন দেশের মানুষের আওয়াজই হল ঈশ্বরের আওয়াজ ৷
advertisement
I take a bow to the mandate of the people of India... Voice of the people is the voice of God. Congratulations to the Bharatiya Janata Party!
— Navjot Singh Sidhu (@sherryontopp) May 23, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2019 7:36 PM IST