‘আমি কখনও ভগবানের কাছে কিছু চাই না’, কেদারনাথ দর্শন নিয়ে স্পষ্ট জানালেন মোদি

Last Updated:
#নয়াদিল্লি: তিন মাস ধরে চলা প্রচার শেষ ৷ এবার জনতার দরবার থেকে দেব দরবারে নরেন্দ্র মোদি ৷ শনিবার কেদারনাথ দর্শন করেন মোদি ৷ প্রথমে ধ্যানে বসলেন বেশ কিছুক্ষণ ৷ তারপর সটান মন্দিরে ঢুকে দিলেন পুজো ৷ সবশেষে, রবিবার কেদারনাথ দর্শন নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদি ৷
রবিবার সংবাদমাধ্যমের উদ্দেশে মোদি বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে, বছরের পর বছর ধরে আমি এখানে আসতে পারছি ৷ ঠাকুর দর্শন করতে পারছি ৷ কেদারনাথের উন্নয়নের প্রসঙ্গে একাধিক ভাবনা চিন্তা আমার মাথায় রয়েছে ৷ প্রকৃতি, পরিবেশ এবং পর্যটন ৷ এই তিন ক্ষেত্রেই কেদারনাথে উন্নয়নমূলক একাধিক প্রকল্প গ্রহণ করা হবে ৷’
লোকসভা নির্বাচনের জন্য গত তিনমাস ধরে চলছে রীতিমত ‘দক্ষযজ্ঞ’ ৷ রবিবার সেই নির্বাচনের শেষ দিন ৷ সেই দিনেই গোটা নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন এবং সমস্ত খবর জনসাধারণের কাছে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন মোদি ৷
advertisement
advertisement
তবে, সপ্তম দফার নির্বাচনের আগে দেব-দর্শনে কেন গেলেন মোদি ? সেই প্রশ্নটা উঠলই ৷ সেই প্রশ্নের উত্তরে মোদি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমি ভগবানের কাছে কোনওদিন কিছু চাইনি ৷ কারণ আমি বিশ্বাস করি, উনি যা দিয়েছেন সেটিই আমাদের জন্য যথেষ্ট ৷’
কেদারনাথ দর্শনের পর রবিবার বদ্রিনাথ উড়ে যাবেন তিনি ৷ যার জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আমি কখনও ভগবানের কাছে কিছু চাই না’, কেদারনাথ দর্শন নিয়ে স্পষ্ট জানালেন মোদি
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement