মায়াবতীর জাহাজ ডুবছে, ভেসে থাকার জন্য মুসলিমদের ভোট চাইছেন: মোদি
Last Updated:
প্রধানমন্ত্রীর কথায়, 'আমি মায়াবতীকে নিয়ে চিন্তিত৷ ওঁর জাহাজ ডুবছে৷ তিনি এখন মুসলিমদের সমর্থন খুঁজছেন ভেসে থাকার জন্য৷ আমি বুঝতে পারছি না, উনি ঠিক কী অবস্থা৷ ধর্মনিরপেক্ষর ধ্বজাধারীদের নিয়ে আমি চিন্তিত৷ কেন ওঁরা গত ২৪ ঘণ্টায় চুপ করে আছে?'
#নয়াদিল্লি: মায়াবতী রাজনৈতিক জীবনে জাহাজ ডুবছে৷ তাই বাঁচার আশায় মুসলিম সম্প্রদায়ের সমর্থন চেয়ে শেষ চেষ্টা করছেন তিনি৷ News18 Network Group-এর এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিরোধী বিএসপি-কে কটাক্ষ করে প্রধানমন্ত্রীর দাবি, নিজেদের ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক দাবি করা লোকগুলোর স্বরূপ প্রকাশ পাচ্ছে৷
#ModiSpeaksToNews18-মায়াবতীর সমালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিউজ ১৮-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাঁর মন্তব্য, নৌকা ডুবতে চলেছে। তাই সংখ্যালঘুদের আঁকড়ে বাঁচতে চাইছেন বিএসপি নেত্রী। @narendramodi @18RahulJoshi pic.twitter.com/wlHEHtVxU7
— News18Bangla (@News18Bengali) April 9, 2019
advertisement
প্রধানমন্ত্রীর কথায়, 'আমি মায়াবতীকে নিয়ে চিন্তিত নই৷ কারণ, ওঁর জাহাজ ডুবছে৷ তিনি এখন মুসলিমদের সমর্থন খুঁজছেন ভেসে থাকার জন্য৷ আমি বুঝতে পারছি না, উনি ঠিক কী অবস্থা৷ ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীদের নিয়ে আমি চিন্তিত৷ কেন ওঁরা গত ২৪ ঘণ্টায় চুপ করে আছে?'
advertisement
গত রবিবার দেওবন্দে এসপি-বিএসপি যৌথ র্যালিতে মহাগঠবন্ধনের জন্য মুসলিমদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী৷ কংগ্রেসে ভোট দিতে বারণ করেছেন, কারণ কংগ্রেস সাম্প্রদায়িক ভোট ভাগ করার রাজনীতি করে৷ এই ঘটনায় মায়াবতীর বক্তব্যের রেকর্ড চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'আসলে পরের পর নির্বাচনে হারে উনি (মায়াবতী) ভীত৷ তাই নির্বাচনের আগে বিশেষ করে মুসলিম ভোট চাইছেন৷ এই বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ করা উচিত৷'
advertisement
কোনও নেতা হিন্দুদের নামে ভোট চেয়েছেন? মোদির কথায়, 'ধর্মনিরপেক্ষ লোকগুলো কোন্দল তৈরি করেছে৷ এত 'অ্যাওয়ার্ড-ওয়াপসি' মানুষ এক হয়ে বিরোধিতা করেছে, একের পর এক সই সংগ্রহ ক্যাম্পেন চলেছে৷ এখন সেই মানুষগুলো কেন চুপ করে আছেন? দেশের পক্ষে এটা তো বিপজ্জনক৷ কেন এরকম বাছাইয়ের রাজনীতি?'
মায়াবতীর মুসলিম ভোট ব্যাঙ্কের সমর্থন চাওয়ায় কি ধর্মনিরপেক্ষ মানুষদের ভাবাবেগে আঘাত দিচ্ছে? মোদির কথায়, 'এখান সেখান থেকে ভোট জড়ো করার চেষ্টা এখন মায়াবতীর বাধ্যবাধকতা৷' রবিবার মায়াবতীর সভার পর বিজেপি নেতৃত্বের নিশানায় বিএসপি সুপ্রিমো৷ মায়াবতী বলেছিলেন, 'আমি মুসলিম ভোটারদের বলতে চাই, কংগ্রেস একা বিজেপি হারাতে পারবে না৷ একমাত্র মহাজোটই পারবে বিজেপি-কে হারাতে৷ কংগ্রেসও এটা জানে৷ কিন্তু ওরা (কংগ্রেস) জাতপাত, সাম্প্রদায়িক তাস খেলছে, যাতে আখেরে বিজেপি-রই লাভ হবে৷'
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2019 8:22 AM IST