#নয়াদিল্লি: একদিকে ট্যুইটে বোমা, অন্যদিকে স্পষ্ট বিদ্রূপ৷ সোমবার রাতে ট্যুইট করলেন পি চিদম্বরম৷ জালালেন তিনি ভাল আছেন, আগামিকাল আমার কাজে ফিরবেন৷ চিকিৎসকেরা জানিয়েছেন যদি এটি সামান্য হেয়ারলাইন ক্র্যাক হয়, তাহলে ১০ দিনের মধ্যেই সেরে যাবে৷ তবে এর পাশাপাশি তিনি এও বলেন, তিনজন পুলিশের ধাক্কার পরেও যে শুধুমাত্র হেয়ারলাইন ক্র্যাক-হয়েছে, এটা ভাগ্যের ব্যাপার৷
When three big, burly policemen crash into you, you are lucky to get away with a suspected hairline crack! Doctors have said that if there is a hairline crack, it will heal by itself in about 10 days I am fine and I will go about my work tomorrow
— P. Chidambaram (@PChidambaram_IN) June 13, 2022
রাহুল গান্ধির ইডি দফতরে হাজিরা নিয়ে সোমবার সরগরম দিল্লি৷ রাহুলকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে প্রতিবাদে সরব হন কংগ্রেস নেতা কর্মীরা। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম পুলিশের হাতে মার খান বলে অভিযোগ। ট্যুইটারে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা লিখেছেন, মোদি সরকার সমস্ত রকম বর্বরতার সীমা অতিক্রম করে গিয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পুলিশ মারধর করেছে। তাঁর চশমা ছুড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। বাঁদিকের পাঁজরের হাড়ে চিড় ধরেছে তাঁর। পুলিশের এমনই অবস্থা। কংগ্রেসের সাংসদ প্রমোদ তিওয়ারিকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। তাঁর মাথায় লেগেছে ও পাজরের হাড় ভেঙেছে। এটি গণতন্ত্র?
আরও পড়ুন: এসএসসি নিয়ে বিস্ফোরক উপেন্দ্রনাথ বিশ্বাস, কী পোস্ট করেছিলেন তিনি ফেসবুকে
ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দফতরে সোমবার হাজিরা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সত্যাগ্রহ মার্চের পরে পায়ে হেঁটেই ইডি দফতরে এদিন হাজির হন রাহুল সোমবার দুপুর ১২টা নাগাদ ইডি-র দফতরে হাজির হন রাহুল। তারপর থেকে দু'দফায় রাহুলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। মাঝে এক বার সনিয়া গান্ধিকে দেখতে যান রাহুল। সোমবারের জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হয় রাতে। মঙ্গলবার ফের ইডির সামনে হাজিরা দিতে হবে রাহুল গান্ধিকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, P Chidambaram, Rahul Gandhi