• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • নিজেকে বিজেপি-র ‘আইটেম গার্ল’ বললেন সমাজবাদী পার্টির বিতর্কিত নেতা আজম খান !

নিজেকে বিজেপি-র ‘আইটেম গার্ল’ বললেন সমাজবাদী পার্টির বিতর্কিত নেতা আজম খান !

তাঁর মন্তব্যের ভুল ব্যাখা হয়েছে বলেই জানিয়েছেন একদা উত্তর প্রদেশের শক্তিশালী এই নেতা ৷

তাঁর মন্তব্যের ভুল ব্যাখা হয়েছে বলেই জানিয়েছেন একদা উত্তর প্রদেশের শক্তিশালী এই নেতা ৷

তাঁর মন্তব্যের ভুল ব্যাখা হয়েছে বলেই জানিয়েছেন একদা উত্তর প্রদেশের শক্তিশালী এই নেতা ৷

 • Share this:

  #লখনউ: নিজেকে আইটেম গার্ল বলতে শোনা যায় না কোনও অভিনেত্রীকেও ৷ কিন্তু এবার নিজেকেই এই তকমা দিয়ে চমকে দিলেন সমাজবাদী পার্টির বিতর্কিত নেতা আজম খান ৷ সম্প্রতি ভারতীয় সেনাকে ধর্ষণের জন্য অভিযুক্ত করে চরম ফ্যাসাদে পড়েছিলেন এই নেতা ৷ সমাজেই প্রায় ব্রাত্য হওয়ার জোগাড় হয়েছিল ৷ কিন্তু তাঁর মন্তব্যের ভুল ব্যাখা হয়েছে বলেই জানিয়েছেন একদা উত্তরপ্রদেশের শক্তিশালী এই নেতা ৷

  সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে  আজম খান বলেন, " মিডিয়া আমার মন্তব্য ভুলভাবে নির্মান করেছে। আমার জন্য কীভাবে সেনার ভাবাবেগ ধাক্কা খায় ? আমি কেউ না। বরং সেনার ভাবাবেগ চুরমার হয়ে গিয়েছিল যখন প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানে গিয়েছিলেন। আমি তো বিজেপির আইটেম গার্ল। আমি ছাড়া ওদের আলোচনার জন্য আর কেউ নেই। এমনকী, ওরা উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন লড়েছে আমার উপর নজর রেখেই।"

  সেনাকে ধর্ষণের জন্য দায়ী বলে চরম বিতর্কে জড়িয়েছিলেন আজম খান ৷ কিন্তু সংবাদমাধ্যমের অধিকাংশকেই ‘বিজেপি নিয়ন্ত্রিত’ বলে দাবি করেছেন সমাজবাদী পার্টির এই নেতা ৷ তাঁর বক্তব্যের ভুল ব্যাখা করে তাঁকে জোর করে বিতর্কে জড়ানোয় নিজেকে ‘আইটেম গার্ল’ বলে মনে হয়েছে আজম খানের ৷

  First published: