চাপের মুখে ৪ দলিত ছাত্রের সাসপেনশন তুলল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়
Last Updated:
রোহিত ভেমুলার আত্মহত্যার পর দেশ জোড়া পুঞ্জীভূত ক্ষোভের সামনে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ভোলবদল ৷ চাপের মুখে পড়ে চার দলিত ছাত্রের সাসপেনশন প্রত্যাহার করল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
#হায়দরাবাদ: রোহিত ভেমুলার আত্মহত্যার পর দেশ জোড়া পুঞ্জীভূত ক্ষোভের সামনে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ভোলবদল ৷ চাপের মুখে পড়ে চার দলিত ছাত্রের সাসপেনশন প্রত্যাহার করল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
এবিভিপি নেতাকে হেনস্থার প্রতিবাদে পাঁচ দলিত ছাত্রকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় ৷ ওই পাঁচ ছাত্রের মধ্যে একজন ছিলেন রোহিত ভেমুলা ৷ রবিবার রোহিতের মৃত্যুর পর থেকেই দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড় ৷ ছাত্র বিক্ষোভের সঙ্গে সঙ্গে অধ্যাপকদের মধ্যেও জমা হচ্ছিল ক্ষোভ ৷ বৃহস্পতিবার ১৩ জন দলিত অধ্যাপক ঘটনার প্রতিবাদ জানিয়ে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন ৷ এই তীব্র চাপের মুখে পড়েই বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2016 5:07 PM IST