School student death: রুটি নিয়ে স্কুলে এসেছিল ছাত্র, টিফিন টাইমে মর্মান্তিক কাণ্ড! হতবাক সহপাঠীরা

Last Updated:

ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যায় ওই ছাত্রের সহপাঠী এবং স্কুল শিক্ষকরা৷ মৃত ছাত্রের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠাবনো হয়েছে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
হায়দরাবাদ: টিফিনে রুটি নিয়ে স্কুলে গিয়েছিল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া৷ আর সেই রুটিই শ্বাসনালীতে আটকে মৃত্যু হল তার৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হায়দরাবাদের সেকেন্দরাবাদের একটি বেসরকারি স্কুলে৷
সোমবার সেকেন্দারাবাদের একটি বেসরকারি স্কুলে এই দুর্ঘটনা ঘটে৷ মৃত ওই পড়ুয়ার নাম বিকাশ জৈন৷
এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, বাড়িতে রুটি দিয়ে বানানো রোল টিফিনে খাওয়ার জন্য নিয়ে এসেছিল ওই ছাত্র৷ টিফিন টাইমে সেই রুটির রোলই তার গলায় আটকে যায়৷ ওই ছাত্রের দমবন্ধ হয়ে আসছে দেখে তার সহপাঠীরাই সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকদের খবর দেয়৷
advertisement
advertisement
এর পর দ্রুত ওই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ৷ কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেবন চিকিৎসকরা৷ ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যায় ওই ছাত্রের সহপাঠী এবং স্কুল শিক্ষকরা৷ মৃত ছাত্রের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠাবনো হয়েছে৷
advertisement
গত মাসে অন্ধ্রপ্রদেশের কুর্নুলেও এক ব্যক্তি ধোসা খাওয়ার সময় গলায় খাবার আটকে প্রাণ হারান৷ যদিও তিনি মদ্যপ অবস্থায় থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
School student death: রুটি নিয়ে স্কুলে এসেছিল ছাত্র, টিফিন টাইমে মর্মান্তিক কাণ্ড! হতবাক সহপাঠীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement