Hyderabad Murder: মাথা পড়ে নদীর ধারে, কাটা হাত-পা ঠাসা ফ্রিজে! হায়দরাবাদে হাড়হিম হত্যাকাণ্ড

Last Updated:

দেহ লুকোনোর জন্য কেনে একটি পাথর কাটার মেশিন৷ সেই মেশিন দিয়ে অনুরাধার দেহের ৬ টুকরো করে সে৷ হাত-পা আলাদা করে কালো প্লাস্টিকে ভরে রেখে দেয় বাড়ির রেফ্রিজিরেটরে৷ আর ১৫ মে মাথার অংশ একটি কালো প্যাকেটে ভরে অটোয় করে গিয়ে মুসি নদীর ধারে ফেলে আসে৷

হায়দরাবাদ: ফিরল দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের স্মৃতি৷ এবার ঘটনাস্থল হায়দরাবাদ৷ ৫৫ বছর বয়সি প্রেমিকাকে খুন করে ৬ টুকরো করে ফ্রিজে ভরে রাখল প্রেমিক৷ অবশেষে গ্রেফতার৷
পেশায় স্টক মার্কেট ব্রোকার বছর আটচল্লিশের চন্দ্রমোহন নামের ওই ব্যক্তিকে তাঁর প্রেমিকা ইয়ারাম অনুরাধা রেড্ডিকে খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ গত ১৭ মে মুসি নদীর ধারের জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার হয় অনুরাধার কাটা মাথা৷ তারপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷
আরও পড়ুন: ‘সোনার রাজদন্ড’! নরেন্দ্র মোদির হাত ধরে স্থাপিত হতে চলেছে নয়া সংসদ ভবনে, এর ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে..
পুলিশ জানিয়েছে, নিহত অনুরাধা ছিলেন পেশায় একজন নার্স৷ স্বামী মারা গিয়েছে বেশ কয়েক বছর হল৷ তারপর থেকেই গত ১৫ বছর ধরে চন্দ্রমোহনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনুরাধা৷ চন্দ্রমোহন তাঁর নিজের বাড়ির একতলাতেই অনুরাধাকে থাকতে দিয়েছিলেন৷
advertisement
advertisement
কিন্তু, দুজনের মধ্যে তিক্ততা বাড়তে শুরু করে ২০১৮ নাগাদ৷ সেই সময় অনুরাধার কাছ থেকে প্রায় ৭ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন চন্দ্রমোহন৷ আর সেই চাকা বহু অনুনয় বিনয় সত্ত্বেও অনুরাধাকে ফেরত দিচ্ছিলেন না তিনি৷
গত ১২ মে এই টাকা ফেরত নিয়ে ফের বচসা হয় দু’পক্ষের৷ সেই সময়ই মুহূর্তের রাগে অনুরাধাকে ধারাল ছুরি মেরে কুপিয়ে খুন করে চন্দ্রমোহন৷
advertisement
আরও পড়ুন: বয়কট রাজনীতিতে কি ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীরা, বিরাট সিদ্ধান্ত! কী ভাবছে কংগ্রেস?
তারপরে দেহ লুকোনোর জন্য কেনে একটি পাথর কাটার মেশিন৷ সেই মেশিন দিয়ে অনুরাধার দেহের ৬ টুকরো করে সে৷ হাত-পা আলাদা করে কালো প্লাস্টিকে ভরে রেখে দেয় বাড়ির রেফ্রিজিরেটরে৷ আর ১৫ মে মাথার অংশ একটি কালো প্যাকেটে ভরে অটোয় করে গিয়ে মুসি নদীর ধারে ফেলে আসে৷
advertisement
ঘরের পচা গন্ধ ঢাকতে ধূপকাঠি, ফিনাইল এবং সুগন্ধি দ্রব্য ব্যবহার করে৷ এরপরে গত ১৭ মে মুসি নদীর ধার থেকে উদ্ধার হয় অনুরাধার কাটা মাথা৷ তারপরেই সিসিটিভি ফুটেজ দেখে চন্দ্রমোহন পর্যন্ত পৌঁছয় পুলিশ৷ পরে তাকে গ্রেফতার করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Hyderabad Murder: মাথা পড়ে নদীর ধারে, কাটা হাত-পা ঠাসা ফ্রিজে! হায়দরাবাদে হাড়হিম হত্যাকাণ্ড
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement