‘২০ হাজার দিলেই বিয়েতে রাজি বিহারের মেয়েরা’! উত্তরাখণ্ডের মন্ত্রীর স্বামীর মন্তব্যে বিতর্ক
- Published by:Tias Banerjee
Last Updated:
গির্ধারী লাল সাহুর বিহার মহিলাদের নিয়ে মন্তব্যে বিতর্ক! BSWC ও উত্তরাখণ্ড মহিলা কংগ্রেস নিন্দা জানায়। বিজেপি ও AAPও প্রতিবাদ করে, সাহু দাবি করেন বক্তব্য বিকৃত হয়েছে!
উত্তরাখণ্ডের নারী ও শিশু উন্নয়নমন্ত্রী রেখা আর্যর স্বামী গির্ধারী লাল সাহুর একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে বিহারের মহিলাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে শোনা যায়।
ভিডিওতে সাহুকে বলতে শোনা যায়, “বয়সে হয়ে গেছে, বিয়ে হবে না? তাহলে বিহার থেকে মেয়ে এনে দেব—২০ থেকে ২৫ হাজার টাকায় পাওয়া যাবে।” এই মন্তব্যের পরেই ব্যাপক ক্ষোভ ছড়ায়।
ঘটনার প্রেক্ষিতে বিহার রাজ্য মহিলা কমিশন (BSWC) স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টির (সুয়ো মোটো) জ্ঞান নিয়েছে। কমিশনের চেয়ারপার্সন অপ্সরা ANI-কে বলেন, “এই বক্তব্য তাঁর বুদ্ধিবৃত্তিক দেউলিয়াপনার পরিচয়। যখন বিহারের মহিলারা নানা ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছচ্ছে, তখন এমন মন্তব্য নিন্দনীয়।” তিনি জানান, কমিশন অভিযুক্তকে চিঠি পাঠাচ্ছে।
advertisement
advertisement
উত্তরাখণ্ড মহিলা কংগ্রেসের সভাপতি জ্যোতি রাউতেলা মন্তব্যটিকে “লজ্জাজনক” বলে অভিহিত করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, কেন এমন মন্তব্য করা হল, তারও ব্যাখ্যা হওয়া উচিত। বিতর্কের মাঝে সাহু দাবি করেন, তিনি মহিলাদের সর্বোচ্চ সম্মান করেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, সাহু বলেন, “আমি আমার বক্তব্যে এক বন্ধুর বিয়ের প্রসঙ্গ তুলেছিলাম। বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস, সেটিকে বিকৃত করে মিডিয়ায় তুলে ধরেছে।”
advertisement
এদিকে বিহার বিজেপির মুখপাত্র প্রভাকর মিশ্র মন্তব্যটিকে অত্যন্ত আপত্তিকর বলে আখ্যা দিয়ে বলেন, এতে শুধু বিহারের মহিলারাই নন, সারা দেশের মহিলারাই অপমানিত হয়েছেন। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে আম আদমি পার্টিও (AAP) সামাজিক মাধ্যম এক্সে বিজেপিকে আক্রমণ করে। দলের পোস্টে বলা হয়, “ভিডিওতে যিনি মাইকে কথা বলছেন, তিনি গির্ধারী লাল সাহু—উত্তরাখণ্ডের বিজেপি সরকারের মন্ত্রীর স্বামী। তিনি ২০–২৫ হাজার টাকায় বিহার থেকে মেয়ে এনে বিয়ে দেওয়ার কথা বলছেন। এটাই মহিলাদের সম্মান নিয়ে বিজেপির আসল মানসিকতা।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttarakhand (Uttaranchal)
First Published :
Jan 03, 2026 2:26 PM IST








