রাত জেগে পর্ন ছবি দেখার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী...
Last Updated:
#মুম্বই: সারা রাত ধরে পর্ন ছবি দেখার জন্য স্ত্রীকে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আন্ধেরিতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তপ্ত বচসার পর ৩২ বছরের চেতন ছোগুলে ২২ বছরের স্ত্রীর গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে।
পুলিস জানিয়েছে, রাত জেগে সিনেমা দেখা নিয়ে প্রায়শই স্বামীর সঙ্গে ঝগড়া হত যুবতীর। চেতন জেরায় জানিয়েছে, বুধবারও সিনেমা দেখা নিয়ে দু'জনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। চেতন তার স্ত্রীকে সিনেমা দেখা বন্ধ করতে বলে। কারণ সে শব্দের জন্য ঘুমোতে পারছে না। কিন্তু চেতনের স্ত্রী তা বন্ধ করতে অস্বীকার করে। অভিযুক্ত স্বামী জানায়, কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোর চারটে নাগাদ তার ঘুম ভেঙে যায় এবং দেখে তখনও তার স্ত্রী ইউটিউবে সিনেমা দেখছে। তাও পর্নগ্রাফি। এরপরই চেতন ক্ষেপে গিয়ে নাইলনের দড়ি নিয়ে আসে এবং স্ত্রীর গলায় চেপে ধরে। স্ত্রী মারা যাওয়ার পর সে তার ভুল বুঝতে পারে এবং পুলিসের কাছে নিজেকে আত্মসমর্পণ করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2019 4:45 PM IST