আবার কন্যা সন্তান, খবর শুনে রেগে ফোনেই স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী

Last Updated:

তাদের সন্তান জন্মেছে৷ খুশির এই খবর স্বামীকে ফোনে জানাতে গিয়েছিলেন স্ত্রী

#লখনউ: জন্মেছে কন্যা সন্তান৷ একেবারেই খুশি নন বাবা৷ সন্তানের জন্মের পরপরই স্ত্রীকে তিন তালাক দিলেন তিনি৷ তাও আবার সামনা-সামনি নয়, ফোনে৷ তাদের সন্তান জন্মেছে৷ খুশির এই খবর স্বামীকে ফোনে জানাতে গিয়েছিলেন স্ত্রী৷ কিন্তু উল্টে জুটলো চরম অপমান৷
১১ বছরের দাম্পত্য জীবন৷ ৪টি কন্যাসন্তান রয়েছে তাদের৷ ফের কন্যা সন্তানের জন্মের খবরে ভীষণ রেগে গেলেন স্বামী৷ এতটাই রাগ চরমে উঠল যে ফোনে স্ত্রীকে তালাক দিলেন স্বামী৷ ঘটনা উত্তর প্রদেশের সম্ভালের৷ এই ঘটনার পর, স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান মহিলা৷ ইতিমধ্যে বেশ কিছু ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
আবার কন্যা সন্তান, খবর শুনে রেগে ফোনেই স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement