বেসরকারি হাতে না দিলে বন্ধ করতে হবে Air India! ঘোষণা কেন্দ্রের

Last Updated:

এয়ার ইন্ডিয়ার দেনার পরিমাণ ৬০ হাজার কোটি টাকা।

#নয়াদিল্লি: অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, চলতি বছর মে-জুন মাস নাগাদ বেসরকারিকরণ হতে পারে এয়ার ইন্ডিয়ার। দীর্ঘদিন ধরেই আর্থিক মন্দায় ভুগছে এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা। শেষমেশ এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্র। শনিবার সরকারের তরফে দাবি করা হয়েছে, সম্পূর্ণ বিলগ্নিকরণ না করলে এয়ার ইন্ডিয়া বন্ধ করতে হবে। কারণ এই রাষ্ট্রায়ত্ত সংস্থা এখন দেনায় ডুবে। তাই এয়ার ইন্ডিয়ার অস্তিত্ব বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়ে দিল কেন্দ্র। এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহী ক্রেতাদের ৬৪ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। অর্থাত্, হরদীপ পুরির কথামতো মে-জুন মাস নাগাদই সম্পূর্ণ বেসরকারিকরণ হয়ে যাবে এয়ার ইন্ডিয়ার।
এদিন হরদীপ পুরি বলেছেন, এয়ার ইন্ডিয়ার দেনার পরিমাণ ৬০ হাজার কোটি টাকা। আমাদের সামনে দুটি রাস্তা খোলা। হয় সম্পূর্ণ বিলগ্নিকরণ করতে হবে! না হলে এই সংস্থা তালাবন্ধ করে দিতে হবে। এয়ার ইন্ডিয়া দেশের সম্পদ। তাতে কোনও সন্দেহ নেই। তবে দীর্ঘদিন ধরে এই সংস্থা নিয়ে সরকারকে ঝক্কি সামলাতে হচ্ছে। এদিকে আবার রাষ্ট্রীয় সম্পদের অস্তিত্ব রক্ষারও ব্যাপার রয়েছে। তাই এয়ার ইন্ডিয়ার দায়িত্ব এবার নতুন কারও হাতে ওঠাই ঠিক বলে মনে হয়। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া একশো শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলতে শুরু করেছে বিরোধীরা। এর আগেও অবশ্য এই নিয়ে অনেক কথা হয়েছে। তবে শেষপর্যন্ত রুগ্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে কেন্দ্র।
advertisement
২০১৮ সালে এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু এয়ার ইন্ডিয়া কেনার আগ্রহ দেখায়নি কোনও সংস্থা। মাঝে শোনা গিয়েছিল, নিলামে এয়ার ইন্ডিয়া কেনার আগ্রহ প্রকাশ করতে পারে টাটা। কিন্তু সেই সম্ভাবনাও অচিরেই হারিয়েছে। ফেব্রুয়ারি মাসে সংসদে বাজেট অধিবেশনে এয়ার ইন্ডিয়ার আর্থিক পুনর্গঠনের জন্য ২২৬৮ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। কিন্তু সেই টাকাও এয়ার ইন্ডিয়ার আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারল না। এখন দেখার, দেনায় ডুবে থাকা রাষ্ট্রাত্ত সংস্থা কেনার জন্য এবার কেউ আগ্রহ দেখায় কি না!
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বেসরকারি হাতে না দিলে বন্ধ করতে হবে Air India! ঘোষণা কেন্দ্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement