Farmers Protest: কৃষক আন্দোলন ঘিরে ফের ধুন্ধুমার! কাঁদানে গ্যাস পেরিয়ে ব্যারিকেড ভাঙলেন কৃষকরা

Last Updated:

Farmers Protest: আগামী ১ মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হল দিল্লি সীমানায়৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা এলাকা৷

ছবি: পিটিআই
ছবি: পিটিআই
নয়াদিল্লি: ফের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে উত্তাল কৃষক আন্দোলন শুরু হল দিল্লি সীমানায়৷ মঙ্গলবার সরকারের প্রতিশ্রুতি মতো এমএসপি না পাওয়ার ক্ষোভ নিয়ে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন কৃষকরা৷ আর সেই আন্দোলনই মারাত্মক রূপ নিল দেশের রাজধানীর সীমানায়৷ অবরুদ্ধ করে দেওয়া হল দিল্লি প্রবেশে রাস্তা৷ আগামী ১ মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হল দিল্লি সীমানায়৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা এলাকা৷
অন্য সীমান্তগুলির তুলনায় এদিন বেশি অশান্ত হয়ে পড়ে পঞ্জাব-হরিয়ানা সীমানার শম্ভু সীমান্ত এলাকা৷ সেখানে দিল্লি চলো মিছিল আটকাতে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী৷ মিছিলের মধ্যে থেকেই প্রতিবাদী কৃষকদের একাংশকে গ্রেফতার করে পুলিশ৷ আম্বালার কাছে মিছিল আটকে দেওয়া হয়৷ তার পরেই প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায়৷ কিন্তু তাতেও লাভ হয়নি৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বেশ কয়েকজন ব্যারিকেড তুলে ছুড়ে ফেলে দেয় পাশের নদীতে৷
advertisement
advertisement
ভারতীয় কিষান ইউনিয়ন মোর্চার প্রেসিডেন্ট নরেশ টিকায়েত জানিয়েছেন, ‘বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম দাবি রয়েছে৷ কিন্তু কৃষকরা আন্দোলনের ময়দানেই থাকবেন৷ তাঁদের দিল্লি অবধি মিছিল করতেই হবে৷ সরকারের উচিত এ বিষয়ে স্পষ্ট ঘোষণা করা৷ কোনও পক্ষের ক্ষেত্রেই এই নাকউঁচু ভঙ্গি খুব একটা উপকারে লাগবে না৷’
এদিকে কৃষক আন্দোলনের দেরে সমস্ত সীমানা থেকে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানী৷ কোথাও কংক্রিটের স্ল্যাব দিয়ে, কোথাও সাধারণ লোহার কাঠামো দিয়ে ব্যারিকের করা হয়েছে৷ টিকিরি সীমানাতেও চলছে বিক্ষোভ৷ তবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, কোনও এমার্জেন্সি গাড়ি কোনও সীমানাতেই আটকানো হচ্ছে না৷
বাংলা খবর/ খবর/দেশ/
Farmers Protest: কৃষক আন্দোলন ঘিরে ফের ধুন্ধুমার! কাঁদানে গ্যাস পেরিয়ে ব্যারিকেড ভাঙলেন কৃষকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement