Home /News /national /
মোদিকে রাহুলের আলিঙ্গনে বলিউডে খুশির জোয়ার, কী বললেন তারকারা দেখুন

মোদিকে রাহুলের আলিঙ্গনে বলিউডে খুশির জোয়ার, কী বললেন তারকারা দেখুন

 • Share this:

  #নয়াদিল্লি: শুক্রবার তখন উত্তাল সংসদ । অনাস্থা প্রসঙ্গে তখন মোদি সরকারের সমালোচনায় সরব রাহুল গান্ধি । তাঁরপরই ঘটল সেই অভাবনীয় ঘটনা । নিজের ভাষণ শেষ করে সোজা চেয়ারে বসে থাকায় অবস্থাতেই প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করলেন রাগা । আর এই মুহূর্তকে ঘিরেই একদিকে যেমন শুরু হল বিতর্ক, অন্যদিকে শুরু হল হাসি-ঠাট্টা, ট্রল আর হ্য্যঁ-অবশ্যই মিম ।

  সোশ্যাল মিডিয়ায় তখন ট্রেন্ডিং '#Pappujikihappi', ' #Hugplomacy', '#BhookampAaGaya', '#RahulHugsModi' এই হ্যাশট্যাগগুলি । ভাইরাল হয়েছে সেই ভিডিও । তা সকলেই যখন এই নিয়েই মশগুল, বলিউড ব্রিগেডই বা বাদ যাবে কেন? আর এর উদ্বোধনটা করলেন সকলের প্রিয় অভিনেতা রাজকুমার রাও। তিনি টুইটে লিখলেন আজ বিশ্ব আলিঙ্গন দিবস । সাথে সাথেই সেটা রিটুইট করলেন সোনম কাপুর ।

  এরপর একের পর এক সুরকার বিশাল দাদলানি, অভিনেত্রী শ্রুতি শেঠ, লেখিকা শোভা দে সহ আরও অনেকের কৌতূকভরা টুইটে তখন টুইটারও সরগরম । বিশাল দাদলানি অবশ্য একটু গম্ভীর হয়ে গিয়ে লিখেছেন রাহুলের এই আচরণ মোটেই শিশুসুলভ নয়, বরং বিজেপির উচিৎ তাঁকে দেখে শেখা ।   অনাস্থা প্রস্তাব খারিজ হলেও রাগার ট্রেন্ডিং হওয়া আটকায় কে ?  
  First published:

  Tags: BhookampAaGaya, Hugplomacy, No-confidence-motion, Pappujikihappi, RahulHugsModi

  পরবর্তী খবর