Pariksha Pe Charcha 2020: পেশাদার সঞ্চালক নয়, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবে পড়ুয়ারাই
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
তবে এবারের এই অনুষ্ঠান আগের বারের থেকে অনেকটাই আলাদা ৷
#নয়াদিল্লি: পড়াশোনা নিয়ে মানসিক চাপ? পড়ায় মনোযোগ কমে যাচ্ছে? ডিজিটাল যুগে টেকনোলজি কীভাবে পড়াশোনায় সাহায্য করতে পারে ? ২০ জানুয়ারি সব প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী। গতবছরের মত এবছরও দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে হবে 'পরীক্ষা পর চর্চা' ২.০। ক্লাস সিক্স থেকে টুয়েলেভ-এর পড়ুয়াদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতবছরের 'পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠানে পড়ুয়াদের আত্মবিশ্বাস বৃদ্ধির পথ দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। অভিভাবকদের পরামর্শ দিয়েছিলেন শুধুই বইমুখী পড়া নয় আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে হবে পড়ুয়াদের। কাজে লাগাতে হবে টেকনোলজিকে। এবছর কী পরামর্শ দেন মোদি সেদিকেই তাকিয়ে পড়ুয়ারা।
তবে এবারের এই অনুষ্ঠান আগের বারের থেকে অনেকটাই আলাদা ৷ Human Resource Development মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এবারে এই অনুষ্ঠানে পেশাদার সঞ্চালককে দিয়ে অনুষ্ঠান পরিচালনা করানো হচ্ছে না ৷ উল্টে গোটা অনুষ্ঠানের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের ওপরই ৷ এমনকী, পড়ুয়ারাই সোজাসুজি প্রশ্ন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার আগে পড়ুয়াদের মানসির চাপ কমানো ৷ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়ারা প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করতে পারবে ৷
advertisement
advertisement
অনুষ্ঠানের জন্য নবম ও দশম শ্রেণির ২০০০ ছাত্র-ছাত্রীকে সিলেক্ট করা হবে ৷ প্রায় ৩ লক্ষের বেশি ছাত্র-ছাত্রীরা বিভিন্ন পরীক্ষায় ভাগ নেবেন ৷ সেখানে পাওয়া স্কোর অনুযায়ী তাদের সিলেক্ট করা হবে ৷ প্রায় ১৫ কোটির বেশি পড়ুয়ারা স্কুলে এই প্রোগ্রাম লাইভ দেখতে পাবে ৷
সিবিএসসি ব্যাকগ্রাউন্ড রয়েছে এমন ছাত্রছাত্রীরা যারা বিদেশে পড়াশোনা করছে তারাও লাইভ প্রশ্ন উত্তর অংশে ভাগ নিতে পারবে ৷ বোর্ড পরীক্ষার আগে পড়ুয়াদের মানসিক চাপ কমানোর জন্য প্রধানমন্ত্রীর তরফে এই অভিনব উগ্যোগ নেওয়া হয়েছে ৷
advertisement
পড়াশোনা নিয়ে মানসিক চাপ ? পড়ায় মনোযোগ কমে যাচ্ছে? ডিজিটাল যুগে টেকনোলজি কীভাবে পড়াশোনায় সাহায্য করতে পারে ? ২০ জানুয়ারি সব প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী। গতবছরের মত এবছরও দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে হবে 'পরীক্ষা পর চর্চা' ২০২০।
Location :
First Published :
January 18, 2020 2:05 PM IST