৩৭০ ধারা বাতিলের পর থেকে থমথমে উপত্যকা, কতটা প্রভাব পড়বে পর্যটন ব্যবসায়?

Last Updated:

তবে , এই পরিস্থিতি সাময়িক বলেই মনে করছে পর্যটন ব্যবসায়ীরা। কাশ্মীরের এই পরিস্থিতিতে দার্জিলিং, সিকিমের মত পাহাড়ি জায়গায় পর্যটক বাড়বে বলে আশাবাদী ভ্রমণ সংস্থাগুলো।

#নয়াদিল্লি: ৩৭০ ধারা বাতিলের পর থেকে থমথমে উপত্যকা। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। আতঙ্কে দিন কাটছে কাশ্মীরবাসীর। ভূস্বর্গের পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসায়ীদের। বরফের চাদরে মোড়া উপত্যকা৷ ডাল লেকের শিকারায় কয়েক দিনের অবসর যাপন৷ ভূস্বর্গ কাশ্মীরের চেনা ছবি৷ ২০১৮র নভেম্বরেও কাশ্মীরে পর্যটকদের ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে৷
তারপর একের পর এক ধাক্কা৷ প্রাকৃতিক দুর্যোগ৷ পুলওয়ামা হামলা,আর এই সোমবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের ঘোষণা। তার আগেই অ্যাডভাইজরি জারি করে পর্যটকদের সরানো হয়েছিল। মোবাইল-ইন্টারনেট-টিভি যোগাযোগের সব ব্যবস্থাই বন্ধ। থমথমে উপত্যকায় দুবেলা আধাসেনার টহলদারি। রেল ও উড়ানের টিকিট বিক্রির বহরে এবার অনেকটাই এগিয়ে ছিল ভূস্বর্গ। গতবছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি ব্যবসার আশাও ছিল। কিন্তু এই পরিস্থিতিতে লাটে উঠেছে পর্যটন ব্যবসা।
advertisement
তবে , এই পরিস্থিতি সাময়িক বলেই মনে করছে পর্যটন ব্যবসায়ীরা। কাশ্মীরের এই পরিস্থিতিতে দার্জিলিং, সিকিমের মত পাহাড়ি জায়গায় পর্যটক বাড়বে বলে আশাবাদী ভ্রমণ সংস্থাগুলো। রিপোর্ট বলছে, কাশ্মীরের পর্যটকদের ৩৭ শতাংশই বাংলার। ভ্রমণ সংস্থাগুলো জানাচ্ছে, পুজো পর্যন্ত সমস্ত বুকিংই বাতিল হয়েছে। এখন হয়তো ব্যবসায় মন্দা।, তবে বেশিদিন ভূস্বর্গের মায়া এড়াতে পারবেন না ভ্রমণপিপাসুরা। আশায় দিন গুনছেন পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৩৭০ ধারা বাতিলের পর থেকে থমথমে উপত্যকা, কতটা প্রভাব পড়বে পর্যটন ব্যবসায়?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement