যমজ ছেলের আলাদা বাবা, কীভাবে?

Last Updated:

সারা বিশ্বে এমন উদাহরণ বিরল ৷ যমজ সন্তানের পিতা আলাদা ! সদ্য এমন ঘটনা দেখা গেল ভিয়েতনামে ৷ যমজ দু’জনের রকম-সকম দেখে প্রথম থেকেই সন্দেহ ছিল আত্মীয়-স্বজনের ৷ একজনের চুল স্ট্রেট, আরেকজনের কোঁকড়া ৷ একজনের নাক চ্যাপ্টা, আরেকজনের টিকোলো ৷ দম্পতির মনে হচ্ছিল হাসপাতালে বাচ্চা অন্য কারোর সঙ্গে বদলে যায়নি তো! সেই সন্দেহ থেকেই তাঁরা ডিএনএ পরীক্ষার জন্য হানোইয়ের সেন্টার ফর জেনেটিক অ্যানালিসিস অ্যান্ড টেকনোলজির দ্বারস্থ হন ৷ রিপোর্ট হাতে আসতেই চক্ষু চড়কগাছ ৷

#ভিয়েতনাম: সারা বিশ্বে এমন উদাহরণ বিরল ৷ যমজ সন্তানের পিতা আলাদা ! সদ্য এমন ঘটনা দেখা গেল ভিয়েতনামে ৷
যমজ দু’জনের রকম-সকম দেখে প্রথম থেকেই সন্দেহ ছিল আত্মীয়-স্বজনের ৷ একজনের চুল স্ট্রেট, আরেকজনের কোঁকড়া ৷ একজনের নাক চ্যাপ্টা, আরেকজনের টিকোলো ৷ দম্পতির মনে হচ্ছিল হাসপাতালে বাচ্চা অন্য কারোর সঙ্গে বদলে যায়নি তো! সেই সন্দেহ থেকেই তাঁরা ডিএনএ পরীক্ষার জন্য হানোইয়ের সেন্টার ফর জেনেটিক অ্যানালিসিস অ্যান্ড টেকনোলজির দ্বারস্থ হন ৷ রিপোর্ট হাতে আসতেই চক্ষু চড়কগাছ ৷ দু’জন সন্তানেরই ডিএনএ তাদের মায়ের সঙ্গে মিললেও একজন সন্তানের ডিএনএ তাদের বাবার সঙ্গে মেলেনি ৷ রহস্য সমাধানে শার্লক হোমস নামানোর প্রয়োজন না হলেও এমন অদ্ভুত কাণ্ডে প্রাথমিক ধাঁধায় পড়েছিলেন সকলেই ৷
advertisement
রহস্যে ভেদ করে ভিয়েতনামের জেনেটিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লি-ডিং-লুয়ান জানান, এমন ঘটনা বিরল হলেও অসম্ভব নয় ৷ বিজ্ঞানের পরিভাষায় বলে ‘বাইপেরেন্টাল টুইন’ ৷ খুব কম সময়ের মধ্যে সন্তানের মা দু’জন ভিন্ন পুরুষের সঙ্গে যৌন সংগমে লিপ্ত হলে এরকম ঘটনা ঘটতে পারে ৷ ভিন্ন পুরুষের শুক্রাণু একই ডিম্বানুকে নিষিক্ত করলে অথবা অল্প সময়ের ব্যবধানে দুটি আলাদা আলাদা ডিম্বানুকে নিষিক্ত করলে এমন ঘটনা ঘটতে পারে ৷ সেক্ষেত্রে একই সময়ে সন্তানরা ভূমিষ্ঠ হলেও দু’জনের গড়ন সম্পূর্ণ আলাদা হবে ৷ রিপোর্টের ব্যাখা সামনে আসার পর সন্তানদের মা স্বীকার করেন, তিনি গর্ভধারনের সময় এক সপ্তাহের মধ্যে একাধিক পুরুষের সঙ্গে মিলিত হয়েছিলেন ৷ তাই এই দুই শিশু যমজ হলেও একে অপরের সৎ ভাই ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
যমজ ছেলের আলাদা বাবা, কীভাবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement