কুলভূষণ ইস্যুতে আন্তর্জাতিক আদালতে হারের পর পাকিস্তান সংবাদমাধ্যমে মিথ্যা প্রচার!

Last Updated:

কুলভূষণ ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মুখ পুড়লেও সেই মিথ্যাচারের পথ আঁকড়েই পাকিস্তান।

#নয়াদিল্লি: কুলভূষণ ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মুখ পুড়লেও সেই মিথ্যাচারের পথ আঁকড়েই পাকিস্তান। কুলভূষণের ফাঁসিতে স্থগিতাদেশের নির্দেশকে গিলতে হলেও কনসুলার অ্যাকসেস নিয়ে কোনও নির্দেশই নাকি দেওয়া হয়নি। এমনটাই বিবৃতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজ। শুধু পাক প্রশাসনই নয় মিথ্যাচারে সামিল হয়েছে সে দেশের সংবাদ মাধ্যমও।
ভাঙব তবু মচকাবো না। ভারত বিরোধিতায় বরাবর এই নীতিতেই বিশ্বাসী পাকস্তান। স্বাভাবিকভাবেই কুলভূষণ ইস্যুতেও এর বাইরে বেরোতে পারেনি তারা। হেগের আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত পাক প্রশাসনের তীব্র সমালোচনা করে নির্দেশ দিয়েছে, কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দিতে হবে। কিন্তু এর ঠিক বিপরীত মন্তব্যই করেছেন পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজ। পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র পাকিস্তান অবজারভার প্রথম পাতায় এই মিথ্যাচারকেই ফলাও করে ছেপেছে।
advertisement
পাকিস্তানের আরও একটি প্রথম সারির সংবাদপত্র দ্য নেশন। তারাও রিপোর্ট করেছে, কনসুলার অ্যাকসেস নিয়ে আন্তর্জাতিক আদালত নাকি কোনও নির্দেশই দেয়নি।
advertisement
কুলভূষণ মামলার অভিমুখই যে বদলে গিয়েছে, চাপে পড়েও তা মানতে নারাজ পাকিস্তান। সেটাই স্পষ্ট হয়েছে, ডেইলি টাইমসের প্রথম পাতায়।
তবে সব পাক সংবাদ মাধ্যমই যে একই বন্ধনীতে রয়েছে এমনটা নয়। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কূটনৈতিক হারকে ‘সেটব্যাক’ বলেই ব্যাখ্যা করেছে তারা। ন্যায় আদালতের এক্তিয়ার নিয়ে পাকিস্তানের দাবিও যে সপাটে খারিজ হয়েছে সেকথাও তুলে ধরেছে তারা।
advertisement
ডন-এর খবর, মুখ পোড়ার পুর কুলভূষণ মামলায় পরবর্তী শুনানিতে আরও কোমর কষে নামার প্রস্তুতি শুরু করেছে তারা। আন্তর্জাতিক আদালতের নিয়ম মেনেই বিশেষ এই মামলায় একজন পাক বিচারপতিকে নিয়োগ করার তোড়জোড় করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কুলভূষণ ইস্যুতে আন্তর্জাতিক আদালতে হারের পর পাকিস্তান সংবাদমাধ্যমে মিথ্যা প্রচার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement