‘ভাগ্যিস ব্রেকফাস্ট করতে যায়নি !’ শ্রীলঙ্কার বিস্ফোরণে কপাল জোরে বাঁচলেন কলকাতার ব্যবসায়ী

Last Updated:
#কলম্বো: রবিবার সাতসকালে ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত শ্রীলঙ্কা ৷ মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ মৃতের সংখ্যা ছুঁয়েছে প্রায় ২১৫ ৷ আহতের সংখ্যা বহু ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ এমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷ এই ঘটনায় নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি নাগরিকের সংখ্যা প্রায় ৩৫ ৷ এখনও অবধি এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত থাকায় ৭ জনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ ৷
তবে কথায় আছে না রাখে হরি তো মারে কে? ঠিক এমনটাই যেন ফের প্রমাণ করলেন কলকাতার ব্যবসায়ী চেলভাদুরাই হারেনদ্রান ৷ বিস্ফোরণের সময় চেলভাদুরাই ছিলেন কলম্বোর সাং-গ্রিলা হোটেলেই ৷
চেলাভাদুরাই কলকাতার রামেশ্বর গ্রুপ এন্টারপ্রাইজের হয়ে শ্রীলঙ্কার একটি প্রোজেক্টের দায়িত্ব নিয়েই কলম্বোতে ছিলেন ৷ তাঁপ কথায়, ‘সকাল থেকেই শরীরটা ভালো ছিল না৷ সকাল আমার হোটেলের রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করতে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু আমি যায়নি ৷ বরং লাউঞ্জেই খাওয়ার আনিয়ে নিই ৷ তারপর ওষুধ খেতে রুমে যাওয়ার পরই বিস্ফোরণ ঘটে ৷ কপাল জোরে বেঁচে গিয়েছি৷’
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
‘ভাগ্যিস ব্রেকফাস্ট করতে যায়নি !’ শ্রীলঙ্কার বিস্ফোরণে কপাল জোরে বাঁচলেন কলকাতার ব্যবসায়ী
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement