নোট বাতিলের এক বছর পর কেমন আছেন ‘বেওয়াফা’ সোনম গুপ্তা

Last Updated:

নোট বাতিলের এক বছর পর কেমন আছেন ‘বেওয়াফা’ সোনম গুপ্তা

 #কলকাতা: নোট বাতিলের পর ভাইরাল বেওয়াফা সোনম গুপ্তার বেওয়াফিই হয়েছিল আরও ভাইরাল ৷ সোনম গুপ্তা বেওয়াফা ! টাকায় লেখা এই কথা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা সোশ্যাল নেটওর্য়াক জুড়ে ৷ বাতিল নোটে সোনম গুপ্তাকে খুঁজে পেয়ে আসল গল্পটা জানতে গুগল দাদার শরণাপন্ন হয়েছিলেন অনেকে ৷ আর তাই সোনম গুপ্তার ‘বেওয়াফাই’-র গল্প আরও ভাইরাল হয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েন ৷ একবছর আগে নোট বাতিলের পর গুগল সার্চ ইঞ্জিনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তিদের মধ্যে তৃতীয় স্থানে ছিলেন সোনম গুপ্তা ৷
নোট বাতিলের পর কেটে গিয়েছে এক বছর ৷ এখন কেমন আছেন ‘বেওয়াফা’ সোনম জানেন? এক বছরে কি কোনও পরিবর্তন হয়েছে তাঁর? উত্তরটা অবশ্যই হ্যাঁ ৷ দাম বেড়েছে ‘বেওয়াফা’ সোনম গুপ্তার ৷ ১০ টাকার পর ৫০০, ১০০০ থেকে এখন একেবারে নতুন কড়কড়ে ২০০০ টাকার বুকে জায়গা করে নিয়েছি তাঁর ধোঁকা দেওয়ার গল্প ৷ ছাড় পায়নি নতুন ডিজাইনের ৫০০ টাকার নোটও ৷
advertisement
কখন যে কী ট্রেন্ডে চলে আসে, তা কোনও ভাবেই ছক কাটা যায় না ৷ আর ইন্টারনেটের হাতে পড়ে, এক জায়গার ঘটনা, একেবারে দেশ ছেড়ে বিদেশে ৷ গোটা বিদেশে ছড়িয়ে পড়া ৷ আর সেই কাণ্ডে যদি টাকা থাকে, তাহলে তো কথাই নেই ৷
advertisement
শুরু হয়েছিল ১০ টাকা দিয়েই ৷ তারপর বেশ কিছুদিন চলার পর মানুষ ভুলতেই বসেছিল ৷ কিন্তু ৫০০ টাকা ও ১০০০ হাজার টাকার নোট কাণ্ডে ফের সবার চোখের সামনে ফিরে এলেন সোনম গুপ্তা !
advertisement
কে যে এই সোনম গুপ্তা তা নিয়ে সঠিক কোনও প্রমাণ নেই ৷ তবে গোটা কাণ্ডটাই যে শুরু করেছেন প্রেমে আঘাত পাওয়া এক প্রেমিক ! তা নিয়ে কোনও সন্দেহ নেই !
টাকার ওপর লেখা সোনম গুপ্তা বেওয়াফা হ্যায় ! লেখা হয়েছিল দশ টাকার নোটে ৷ তারপর এ হাত, ও হাত ঘুরে গোটা দেশে এক সময় ছড়িয়ে পড়েছিল এই নোট ৷
advertisement
তারপর অবশ্য বেশ কিছুদিন ধামাচাপা ৷ খবরের দুনিয়ায় জায়গা করে নিল উরি হামলা, ডোনাল্ড ট্রাম ৷ তবে সবার ঘুম ভাঙিয়ে যেই না প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করলেন নোট বাতিলের ৷ তখনই ফের বেঁচে উঠলেন বেওয়াফা সোনম গুপ্তা ৷ আর এবার দশ টাকা থেকে বেরিয়ে, সোনম জায়গা করে নিলেন ১০০০ টাকার নোটে ! আর সেই ছবিই ঘুরে বেড়াল সোশ্যাল নেটওয়ার্কে ৷ ইন্টারনেটের ঠ্যালায় পড়ে সোনম গুপ্তা তো বদনাম হলেনই ৷ আর হয়তো শান্তি পেল ভঙ্গ হৃদয়ের আহত প্রেমিক !
advertisement
নোট বাতিলের এক বছর পর বাতিল নোট ছেড়ে আজও বেওয়াফা সোনমের গল্প বয়ে বেড়ায় রিজার্ভ ব্যাঙ্কের ছাপানো নতুন নোট ৷
তবে নোটের উপর লেখা থাকলে তা জমা নেবে না ব্যাঙ্ক,এমন নির্দেশের পরই হয়তো সোনম গুপ্তার প্রতিশ্রুতি ভঙ্গের গল্প লেখা খানিকটা হলেও কমে গিয়েছে বলেই দাবি করছে নেটিজেনরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিলের এক বছর পর কেমন আছেন ‘বেওয়াফা’ সোনম গুপ্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement